Gujarat Election Results 2022: সব 'রেকর্ড' ভেঙেচুরে গুজরাতে ফের ফুটতে চলেছে 'পদ্ম'! তুমুল গেরুয়া ঝড়! ১১, ১২ তে শপথগ্রহণ : সূত্র

Last Updated:

Gujarat assembly election results 2022: গত দু’দশকের মতো এবারও গুজরাতে ফুটতে চলেছে পদ্ম। ভোট গণনার ট্রেন্ড যা বলছে তাতে মোদি ম্যাজিকে ভর দিয়ে বিজেপি সরকার গঠন এই রাজ্যে শুধুই সময়ের অপেক্ষা।

গুজরাতে মোদি ম্যাজিকে রেকর্ড জয়ের পথে বিজেপি
গুজরাতে মোদি ম্যাজিকে রেকর্ড জয়ের পথে বিজেপি
#নয়াদিল্লি: গত দু’দশকের মতো এবারও গুজরাতে ফুটতে চলেছে পদ্ম। ভোট গণনার ট্রেন্ড যা বলছে তাতে মোদি ম্যাজিকে ভর দিয়ে বিজেপি সরকার গঠন এই রাজ্যে শুধুই সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই গুজরাতে বিপুল সংখ্যায় আসনে এগিয়ে গেরুয়া শিবির। গান্ধিনগর থেকে জামনগর উৎসবের মেজাজ বিজেপির দলীয় কার্যালয়ের অফিসগুলিতে।
আভাস পেয়ে নতুন সরকারের শপথ গ্রহণ নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক স্তরে। সূত্রের খবর গুজরাতে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে আগামী ১১ বা ১২ তারিখে।
advertisement
১৯৮৫ সালে মাধব সিংহ সোলাঙ্কির নেতৃত্বে গুজরাতে কংগ্রেস পেয়েছিল ১৪৯টি আসন। সেটাই সর্বোচ্চ। এখনও পর্যন্ত গুজরাটে এতগুলি আসন কেউ জিততে পারেনি। এ বার সেই রেকর্ডও ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে বিজেপি। ইতিমধ্যে তারা ১৫৯ আসনে এগিয়ে।
advertisement
advertisement
ভোটের মুখে সেতু ভেঙে মৃত্যু হয়েছিল ১৪১ জনের। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন, গুজরাতের মোরবির সেতু দুর্ঘটনার প্রভাব পড়বে ভোটে। কিন্তু তাঁদের সেই ভাবনা মিলল না বাস্তবে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোরবি কেন্দ্রেও এগিয়ে BJP। আর গোটা রাজ্যে ১৫০ ছাড়িয়ে ছুটছে বিজেপির রথ।
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat Election Results 2022: সব 'রেকর্ড' ভেঙেচুরে গুজরাতে ফের ফুটতে চলেছে 'পদ্ম'! তুমুল গেরুয়া ঝড়! ১১, ১২ তে শপথগ্রহণ : সূত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement