‘মোহনবাগান আর ময়দানের ফুটবল জগৎ - সবটাই একটা পরিবারের মতো’: মমতা
Last Updated:
মাঠের রেষারেষিতে রাজনীতির রঙ লেগেছিল একটি টুইটে। আর ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের সূচনা অনুষ্ঠানে সেটাই ধুয়েমুছে গেল। ইস্টবেঙ্গল , মোহনবাগান আর ময়দানের ফুটবল জগৎ - সবটাই একটা পরিবারের মতো।
#কলকাতা: মাঠের রেষারেষিতে রাজনীতির রঙ লেগেছিল একটি টুইটে। আর ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের সূচনা অনুষ্ঠানে সেটাই ধুয়েমুছে গেল। ইস্টবেঙ্গল , মোহনবাগান আর ময়দানের ফুটবল জগৎ - সবটাই একটা পরিবারের মতো। নাম না করে তথাগত রায়ের টুইটের জবাবই কী ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
একই ময়দানে তাঁবুতে পাশাপাশি ঘর করা, বেড়ে ওঠা, প্রতিদিন দেখা, প্রাকটিস আর প্রবল রেষারষি। এটাই ময়দান। এটাই ময়দানি ফুটবল। ইস্টবেঙ্গলের শতবর্ষ পূর্তি উৎসবের সেটাই মনে করালেন মুখ্যমন্ত্রী ৷
মুখ্যমন্ত্রীর মন্তব্যে কী কারোর প্রতি বার্তাও থাকল? থাকল কোনও প্রশ্নের জবাব? সেই জল্পনা চলে আসছেই। মুখ্যমন্ত্রীর কথায় তথাগত রায়ের মন্তব্যের জবাব খুঁজে পেয়েছেন অনেকেই।
advertisement
advertisement
গত মঙ্গলবার টুইটে ইস্টবেঙ্গল সমর্থকদের আক্রমণ করেন মেঘালয়ের রাজ্যপাল। টুইটে তথাগত লেখেন, ইস্টবেঙ্গল ক্লাব তাদের শতবর্ষ পালন করছে। পশ্চিমবঙ্গে বসে কেন ইস্টবেঙ্গলকে সমর্থন? সেটা কী কখনও ভেবে দেখেছেন ক্লাবকর্তা বা সমর্থকরা?
তীব্র প্রতিক্রিয়ায় রোষে ফেটে পড়েন শতবর্ষে দাঁড়িয়ে থাকা লাল-হলুদ সমর্থকরা। রিট্যুইট করে তথাগত সাফাই দিলেও ক্ষোভ কমেনি। অনেকেই প্রশ্ন তোলেন, ১০০ বছর পূর্তির সময় দেশভাগের স্মৃতি ও যন্ত্রণাকে উসকে দেওয়া কেন?
advertisement
আসিয়ান কাপ জয়, বিদেশি দলের বিরুদ্ধে সমানে সমানে লড়াই। এটাই ইস্টবেঙ্গল। যেমন ব্রিটিশদের হারিয়ে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়। এটাই ইতিহাস আর ঐতিহ্য। সেখানেই মিলেমিশে যায় বাংলার ফুটবল আবেগ। বাকি সবই তুচ্ছ। সেটাই কী মনে করালেন মুখ্যমন্ত্রী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 02, 2019 11:08 AM IST