উপকার পেয়েছেন ১২ লক্ষ উপভোক্তা! বাংলার বাড়ি প্রকল্প নিয়ে জোরদার প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস

Last Updated:

১২ লক্ষ উপভোক্তার মাথার উপরে পাকা ছাদের ব্যবস্থা করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'বাংলার বাড়ি' প্রকল্প নিয়ে জোরদার প্রচারে তৃণমূল নেতৃত্ব।

* বাংলার বাড়ি প্রকল্প নিয়ে জোরদার প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস 
* বাংলার বাড়ি প্রকল্প নিয়ে জোরদার প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস 
কলকাতা: ১২ লক্ষ উপভোক্তার মাথার উপরে পাকা ছাদের ব্যবস্থা করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বাংলার বাড়ি’ প্রকল্প নিয়ে জোরদার প্রচারে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “যখন কেন্দ্রীয় সরকার একের পর এক রাস্তা বন্ধ করে দিচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প পথ হিসেবে শুরু করেছেন ‘কর্মশ্রী’ প্রকল্প, যেখানে ৫০ দিনের কাজ দেওয়া হয়। ঠিক তেমনই, কেন্দ্র যখন আবাস যোজনার টাকা আটকে দেয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন ‘বাংলার বাড়ি’ – যা সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে পরিচালিত একটি প্রকল্প এবং এই প্রকল্প ১২ লক্ষ মানুষকে পাকা বাড়ি তৈরিতে সহায়তা করে। তাই আমরা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি মানেই ১০০% ওয়ারেন্টি। কথা দিয়ে কথা রাখার নাম, মমতা বন্দ্যোপাধ্যায়।”
সরকারের প্রতিশ্রুতি পূরণকে গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “মোদি কি গ্যারান্টি মানে ১.৭ লক্ষ কোটি টাকার বকেয়া আটকে রাখা, যার মধ্যে আবাস যোজনার অধীনে ৮,০০০ কোটিরও বেশি টাকা রয়েছে—ফলে লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলা কেন্দ্রের দানের অপেক্ষা করে না। পশ্চিমবঙ্গ সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের মাধ্যমে ১২ লক্ষ পরিবারকে গৃহ নির্মাণের সুবিধা দেওয়া হয়েছে, যারা এখন তাদের দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন, মোট ব্যয় হয়েছে ১৪,৪০০ কোটি টাকা। এটাই দিদির গ্যারান্টি, যাতে আছে ১০০% ওয়ারেন্টি।”
advertisement
advertisement
চলতি মাসেই রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’র। তার আগে এই ইস্যুতে সুর চড়াতে চায় তৃণমূল কংগ্রেস। পাল্টা কটাক্ষ শানাতে প্রস্তুত বিজেপিও। তাদের তরফে ফের দুর্নীতি ইস্যুতে সুর চড়ানো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উপকার পেয়েছেন ১২ লক্ষ উপভোক্তা! বাংলার বাড়ি প্রকল্প নিয়ে জোরদার প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement