Mamata Banerjee: 'রামপুরহাটের ঘটনাই ঘটত না', ছিল বড় গাফিলতি! প্রশাসনিক বৈঠকে মমতার নিশানায় কে?

Last Updated:

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '' রামপুরহাটের ঘটনাই ঘটত না, যদি সেদিন ডিএসপি চলে যেতেন ওখানে। অনেক ভুল হয়েছে। তার জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

মমতার নিশানায় ডিএসপি
মমতার নিশানায় ডিএসপি
#কলকাতা: নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে রুদ্রমূর্তি ধারন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে যেমন নিজের দলের নেতাদের উদ্দেশ্যেও বার্তা দিলেন, তীব্র আক্রমণ করলেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে, অপরদিকে, নিজের প্রশাসনেরও একাধিক গাফিলতি নিয়ে প্রশ্ন তুললেন তিনি। সেই প্রসঙ্গে বলতে গিয়েই এদিন রামপুরহাটের বগটুইয়ের ঘটনা পুলিশের 'ব্যর্থতার' দিকে আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '' রামপুরহাটের ঘটনাই ঘটত না, যদি সেদিন ডিএসপি চলে যেতেন ওখানে। অনেক ভুল হয়েছে। তার জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তারাপীঠ থানাকে আরও সক্রিয় হতে হবে। পুলিশ যদি সেদিন নিয়ন্ত্রণ করত, তাহলে কি এইভাবে মুখ পুড়ত?''
এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, যে দলের যত বড় নেতাই হোন না কেন, দুর্নীতিতে নাম জড়ালে কাউকে রেয়াত করা হবে না৷ বিশেষত অবৈধ বালি তোলা, তোলাবাজি, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার মতো অভিযোগ এলে যে দলের যত বড় নেতাই হোন না কেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন তিনি স্পষ্ট করে দেন, নিজের দল তৃণমূল কংগ্রেসের নেতারাও ছাড় পাবেন না এই সমস্ত ক্ষেত্রে।
advertisement
advertisement
রামপুরহাটের ঘটনায় স্বজনহারা পরিবারকে চাকরি দেওয়ার বিষয়টি নিয়েও সুর চড়িয়েছে বিরোধীরা। সেই প্রসঙ্গেও এদিন বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, ''কোনও সামাজিক দায়বদ্ধতা আছে ওদের? আমি চাকরি গুলো দিয়েছি আমার কোটা থেকে। এদের শেখা উচিত। ঝড়ে মারা গেছেন যারা, তাঁদের পরিবারের জন্যও আমরা করেছি। যারা টাকা তুলে বেরিয়েছে তাদের কী বলব? বাইরে থেকে কেন অবৈধ কয়লা আসবে? আর সেই কারণে ইডি, সিবিআই দিয়ে অ্যারেস্ট করিয়ে নেবে? উত্তর প্রদেশ থেকে গরু আসবে আর দোষ হয়ে যাবে আমার। আমার সীমান্ত দিয়ে যাবে। বিএসএফ ছেড়ে দিচ্ছে। আর দোষ হয়ে যাচ্ছে আমার।''
advertisement
মুখ্যমন্ত্রীর আরও হুঁশিয়ারি, অসম থেকে যাতে বেআইনি কয়লার গাড়ি ঢুকতে না পারে। পুলিশ যেন ভুল না করে, যাতে সরকারকে খেসারত না দিতে হয়। এ দিন দুয়ারে সরকারের শিবির নিয়েও সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেই বৈঠকেই বিভিন্ন জেলার এসপি- ডিএমদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, পুলিশ সুপার এবং জেলাশাসকদের একসঙ্গে কাজ করতে হবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'রামপুরহাটের ঘটনাই ঘটত না', ছিল বড় গাফিলতি! প্রশাসনিক বৈঠকে মমতার নিশানায় কে?
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement