Heatwave in West Bengal: কী কাণ্ড! তাপমাত্রায় জয়সলমেরকে হারিয়ে দিল ঝাড়গ্রাম! পার্থক্য শুনলে চমকে উঠবেন...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Heatwave in West Bengal: রাজস্থানের জয়সলমেরে যেখানে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস, সেখানে বুধবার ঝাড়গ্রামে সর্ব্বোচ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে!
#ঝাড়গ্রাম: প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের। বাংলার প্রায় প্রতিটা জেলায় রীতিমতো বইছে তাপপ্রবাহ। পরিস্থিতি ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সামনে এল চমকে দেওয়ার মতো তথ্য। রাজস্থানের জয়সলমেরে যেখানে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস, সেখানে বুধবার ঝাড়গ্রামে সর্ব্বোচ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে!
গত কয়েকদিন ধরেই ঝাড়গ্রাম জেলা জুড়ে গরমের দাপট অব্যাহত রয়েছে। বুধবার ঝাড়গ্রামে সর্ব্বোচ তাপমাত্রা ৪৪° ডিগ্রি সেলসিয়াসের উপরে। যার ফলে প্রচন্ড গরমের দাপটে ঝাড়গ্রাম জেলার জনজীবন একেবারে স্তব্ধ হয়ে পড়েছে। রাস্তাঘাট একেবারে শুনশান। রাস্তা ঘাটে লোকজনের দেখা নেই। দোকানপাট খোলা থাকলেও খদ্দের নেই। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সকলের।
advertisement
advertisement
সবচেয়ে বেশি বিপদে পড়ছে শিশু ও বয়স্ক মানুষেরা। প্রচণ্ড গরমের ফলে অসুখ-বিসুখ বাড়ছে। গরম বাতাস বইছে, যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। একটু বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে রয়েছেন সকলেই। কিন্তু আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা আরও বাড়বে।
advertisement
তাই অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের জনজীবন একেবারে স্তব্ধ হয়ে পড়েছে। শুধু ঝাড়গ্রাম শহর নয়, ঝাড়গ্রাম জেলায় প্রতিটি এলাকায় গরমের দাপট রয়েছে। জরুরী কাজ ছাড়া মানুষ বাড়ির বাইরে বের হচ্ছেন না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 27, 2022 4:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Heatwave in West Bengal: কী কাণ্ড! তাপমাত্রায় জয়সলমেরকে হারিয়ে দিল ঝাড়গ্রাম! পার্থক্য শুনলে চমকে উঠবেন...