Mamata Banerjee: ২১০টি নতুন 'মোবাইল মেডিক্যাল ইউনিট', দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নয়া উদ্যোগ রাজ্যের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে এই ইউনিটগুলি সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেবে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, অনেক ইউনিটেই থাকবে এক্স-রে ও আলট্রাসাউন্ডের মতো আধুনিক সুবিধা। ডাক্তার ও নার্সের পাশাপাশি থাকবে প্রশিক্ষিত অ্যাটেনড্যান্টও
কলকাতা: রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টেয় আনুষ্ঠানিকভাবে চালু করবেন ২১০টি নতুন মোবাইল মেডিক্যাল ইউনিট। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরাও। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এদিন আরও কয়েকটি নতুন স্বাস্থ্য প্রকল্পের সূচনাও করবেন। প্রতিটি ইউনিটে থাকবে চিকিৎসক, নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম।
রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে এই ইউনিটগুলি সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেবে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, অনেক ইউনিটেই থাকবে এক্স-রে ও আলট্রাসাউন্ডের মতো আধুনিক সুবিধা। ডাক্তার ও নার্সের পাশাপাশি থাকবে প্রশিক্ষিত অ্যাটেনড্যান্টও। উল্লেখ্য, চলতি বছরের ১২ অগাস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যজুড়ে ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তই এদিন বাস্তবায়িত হল মুখ্যমন্ত্রীর হাত ধরে। স্বাস্থ্য দফতরের দাবি, এই প্রকল্প চালু হলে রাজ্যের সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজে পৌঁছবে চিকিৎসা পরিষেবা। বিশেষত, দূরবর্তী ও দুর্গম অঞ্চলের বাসিন্দারা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে কিছু বিশেষ চিকিৎসার সুবিধাও পাবেন তাঁদের এলাকাতেই।
advertisement
advertisement
উত্তরবঙ্গ সফর শেষে সরাসরি স্বাস্থ্য ভবনে এসে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যের পরই আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যাবে এই নতুন উদ্যোগ। রাজ্য সরকারের আশা, এই প্রকল্প রাজ্যের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলবে। গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে চাইছে রাজ্য৷ একাধিক জায়গায় কাজ শুরু হয়ে গিয়েছে ৷ স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিক বলছেন, ” মোবাইল হেলথ ইউনিট চালু হলে, অনেক সুবিধা হবে। একেবারে প্রান্তিক এলাকাতেও যে-কোনও সময়ে এই সুবিধা দেওয়া যাবে। বর্তমানে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবির করা হয়৷ এবার পুরো ইউনিট পৌঁছে যাবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2025 9:46 AM IST

