'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: সোমবার সংসদে 'বন্দে মাতরম' বিতর্ক চলাকালীন সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে একাধিক বার ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে সংসদের ভিতরে-বাইরে সমালোচনা ও প্রতিবাদে সোচ্চার হয় তৃণমূল কংগ্রেস। এবার এই ইস্যুতে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোচবিহার: সোমবার সংসদে ‘বন্দে মাতরম’ বিতর্ক চলাকালীন সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে একাধিক বার ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে সংসদের ভিতরে-বাইরে সমালোচনা ও প্রতিবাদে সোচ্চার হয় তৃণমূল কংগ্রেস। এবার এই ইস্যুতে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন কোচবিহারের রাসমেলা ময়দান থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা। যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি জাতীয় গান রচনা করেছিলেন, তাঁকে এইটুকু সম্মান দিলেন না! আপনাদের তো মাথা নিচু করে নাকখত দেওয়া উচিত জনগণের কাছে। তাতেও ক্ষমা হবে না।”
advertisement
আরও পড়ুন: ‘বাংলার ভোট লক্ষ্য করে নয়…’, ‘বন্দে মাতরম’ প্রসঙ্গে প্রিয়াঙ্কার দাবি নস্যাৎ করলেন অমিত শাহ
advertisement
এদিন তৃণমূলের সংসদীয় দল এই একই ইস্যুতে রাজধানী দিল্লিতে নীরব প্রতিবাদ পালন করে। সোমবার থেকেই তৃণমূল কংগ্রেস লাগাতার এই ইস্যুতে তাদের প্রতিবাদ জানিয়েছে। একই ইস্যুতে এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী।
advertisement
প্রসঙ্গত, এসআইআর আবহে মানুষের পাশে থাকতে ফের জেলাসফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে সোমবারই দুপুরে কোচবিহার পৌঁছন তিনি। প্রশাসনিক বৈঠকের পর আজ মঙ্গলবার রাশমেলার মাঠে জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো। আর সেই সভা থেকে একাধিক ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজ থেকে এসআইআর প্রক্রিয়া-সহ বিভিন্ন প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মমতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2025 3:44 PM IST

