'বাংলার ভোট লক্ষ্য করে নয়...', 'বন্দে মাতরম' প্রসঙ্গে প্রিয়াঙ্কার দাবি নস্যাৎ করলেন অমিত শাহ
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Vande Mataram: 'বন্দে মাতরম' নিয়ে আলোচনার পক্ষে মঙ্গলবার রাজ্যসভায় জোরালো সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এই প্রসঙ্গের স্থায়ী তাৎপর্য তুলে ধরেন এবং এই ইস্যুতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির দাবি নস্যাৎ করে বলেন, "এই বিতর্ক বাংলার নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ভাবে তোলা নয়।"
নয়াদিল্লি: ‘বন্দে মাতরম’ নিয়ে আলোচনার পক্ষে মঙ্গলবার রাজ্যসভায় জোরালো সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এই প্রসঙ্গের স্থায়ী তাৎপর্য তুলে ধরেন এবং এই ইস্যুতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির দাবি নস্যাৎ করে বলেন, “এই বিতর্ক বাংলার নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ভাবে তোলা নয়।”
সংসদরের সদস্যদের উদ্দেশে শাহ বলেন, “গতকাল কোনও কোনও সদস্য প্রশ্ন তুলেছিলেন কেন আজ ‘ বন্দে মাতরম’ নিয়ে আলোচনা করার প্রয়োজন পড়ল। কিন্তু ‘ বন্দে মাতরম’ নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা আগেও ছিল, আজও আছে এবং ২০৪৭ সালেও তা থাকবে।”
advertisement
advertisement
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে অমিত শাহ বলেন, “কিছু সাংসদ মনে করেন যে এই আলোচনা কেবল পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণেই হচ্ছে। কিন্তু ‘ বন্দে মাতরম’ কেবল বাংলার মধ্যেই সীমাবদ্ধ নয়। আজও, যখন আমাদের সেনাকর্মীরা সীমান্তে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন, যখন আমাদের পুলিশ কর্মীরা তাঁদের কাজের স্বার্থে জীবন উৎসর্গ করেন, তখন একটিই কণ্ঠস্বর উঠে আসে, ‘বন্দে মাতরম’।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2025 3:01 PM IST

