'NRC মানি না', কোচবিহারের সভায় তোপ মমতার, 'ডিটেনশন ক্যাম্প হবে না...' বললেন তৃণমূলনেত্রী

Last Updated:

Mamata On SIR: "এনআরসি মানি না।" কোচবিহারের রাসমেলা ময়দান থেকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, "কেউ বাংলা থেকে বিতাড়িত হবেন না। নিশ্চিত থাকুন। সবাই আমরা গলার মালা। আমরা বাংলাকে রক্ষা করব। SIR এর নামে... নির্বাচনের আগে এতো ক্ষিদে?"

Mamata Banerjee
Mamata Banerjee
কোচবিহার: “এনআরসি মানি না।” কোচবিহারের রাসমেলা ময়দান থেকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “কেউ বাংলা থেকে বিতাড়িত হবেন না। নিশ্চিত থাকুন। সবাই আমরা গলার মালা। আমরা বাংলাকে রক্ষা করব। SIR এর নামে… নির্বাচনের আগে এতো ক্ষিদে?”
কেন্দ্রকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “নতুন করে প্রমাণ দিতে হবে আমরা ভারতীয়। এর চেয়ে বড় অপমান আর হয় না। বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করেছেন। রাজা রামমোহন রায়, ক্ষুদিরাম বসুকেও অপমানিত করেছেন।”
advertisement
advertisement
সুন্দরবনের মৎস্যজীবীদের ছাড়িয়ে এনেছি। ওপারে চারজন আটকে রয়েছেন। ওদেরকেও নিয়ে আসবো। কেউ যাবেন না। আপনারা বাংলায় বহাল তবিয়তে থাকবেন। পরিষ্কার করে বলছি। আমি বাজে কথা বলি না। আমরা আরও বাংলার বাড়ি তৈরি করে দিচ্ছি। আরও নতুন রাস্তা করে দিচ্ছি।
advertisement
প্রসঙ্গত, বর্তমানে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চলছে, যা নিয়ে বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে বিভ্রান্তির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের আশঙ্কা, অসতর্কতার কারণে বহু বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে।
কোচবিহারের জনবিন্যাসে রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের বড় অংশ থাকার বিষয়টি রাজনৈতিক ভাবে এই অঞ্চলকে সংবেদনশীল করে তুলেছে। তাই আজ রাসমেলা ময়দানের সভা থেকে এসআইআর ও নাগরিকত্ব ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র তথা নির্বাচন কমিশনকে দেওয়া বার্তা খুবই তাৎপর্যপূর্ণ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
'NRC মানি না', কোচবিহারের সভায় তোপ মমতার, 'ডিটেনশন ক্যাম্প হবে না...' বললেন তৃণমূলনেত্রী
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement