Mamata Banerjee: আফগানিস্তানে আটকে থাকা রাজ্যের ২০০ মানুষকে দেশে ফেরাতে বিদেশ মন্ত্রককে চিঠি মমতার

Last Updated:

Mamata Banerjee: আটকে থাকা মানুষ যাতে নিরাপদে ফিরে আসতে পারেন তার জন্য বিদেশ মন্ত্রককে চিঠি পাঠাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

#কলকাতা: কাজে গিয়ে কাবুলে আটকে আছেন দার্জিলিং, কার্শিয়ংয়ের বেশ কয়েকটি পরিবার। তাঁরা যাতে নিরাপদে ফিরে আসতে পারেন তার জন্য বিদেশ মন্ত্রককে চিঠি পাঠাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন তিনি।
মমতা বলছেন, "আমাদের কাছে খবর এসেছে, দার্জিলিং ও কালিম্পং এর মানুষ সেখানে আটকে রয়েছে। আমার মুখ্য সচিব বিদেশ মন্ত্রকের কাছে চিঠি লিখছেন যাতে তাঁরা দেশে ফিরতে পারেন শীঘ্রই। যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রের ব্যবস্থা নেওয়া উচিত তাঁদের ফিরিয়ে আনার জন্য। এটা অবশ্যই এটা একটা বড় সমস্যা। কিন্তু প্রথমেই ভারতের মানুষের নিরাপত্তা দেখতে হবে। এখন পর্যন্ত ২০০ জন আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে।"
advertisement
advertisement
আফগানিস্থানে তালিবানি রাজ শুরু হতেই দুশ্চিন্তায় কাটছে আটকে থাকা এখানকার বাসিন্দাদের পরিবার (Darjeeling Men in Afghanistan)। কেউ কাবুলে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। কেউবা অন্য কোনও বেসরকারি সংস্থায়। পরিবারের কর্তাদের আটকে থাকার খবরে এখন ঘুম নেই পাহাড়ের বাসিন্দাদের। আটকে থাকা জেলার বাসিন্দাদের নাম ও ঠিকানা বের করার খোঁজ চলছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: আফগানিস্তানে আটকে থাকা রাজ্যের ২০০ মানুষকে দেশে ফেরাতে বিদেশ মন্ত্রককে চিঠি মমতার
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement