এফডি-এর পুজো উদ্বোধনে ভ্যাটের গন্ধে বিরক্ত মুখ্যমন্ত্রী, বললেন, ‘কী গন্ধ, বাপরে বাপ’

Last Updated:

এফ ডি ব্লকের পুজো উদ্বোধন করতে এসে পার্কের গেটে দাঁড়িয়ে থাকা ভ্যাটের গাড়ি নিয়ে দুর্গন্ধ বেরোনোর কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এফডি ব্লকের উদ্বোধনে মুখ্যমন্ত্রী
এফডি ব্লকের উদ্বোধনে মুখ্যমন্ত্রী
#কলকাতা: পুজো উদ্বোধন করতে ঢুকছেন মুখ্যমন্ত্রী, তার মধ্যেই হঠাৎ নাক কুঁচকে ফেললেন তিনি৷ বলে উঠলেন, ‘কী গন্ধ, বাপরে বাপ’ ফেসবুক লাইভে সে কথা শোনাও গেল স্পষ্ট৷ আর তাই নিয়ে শুরু হয়েছে তরজা৷ বৃহস্পতিবার মোট তিনটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ প্রথমে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তারপর সল্টলেকের এফডি ব্লক, তারপর টালা প্রত্যয়৷ দ্বিতীয় পুজোর উদ্বোধনের সময়েই বিপত্তি ঘটে, যা নিয়ে উষ্মা প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী৷
এফ ডি ব্লকের পুজো উদ্বোধন করতে এসে পার্কের গেটে দাঁড়িয়ে থাকা ভ্যাটের গাড়ি নিয়ে দুর্গন্ধ বেরোনোর কথা জানান মুখ্যমন্ত্রী । সঙ্গে থাকা মন্ত্রী সুজিত বসু বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তীকে তিনি প্রশ্ন করেন, ‘এরকমটা কেন হবে।’ মুখ্যমন্ত্রীর প্রশ্ন শুনে মন্ত্রী সুজিত বসু এই পুজোর উদ্যোক্তা বাণীব্রত বন্দ্যোপাধ্যায়কে বলেন, কেন ভ্যাটের গাড়িটা সরানো হয়নি। যদিও স্পষ্ট করে কোনও সমাধান সূত্র সেই মুহূর্তে বার হয়নি৷ বিরক্তি নিয়েই মণ্ডপে ঢুকে যান মুখ্যমন্ত্রী৷ তিনি বিরক্তি হন৷ মমতা পাশে পাশে চলা সুজিতকে বলে, ‘‘একটা ভ্যাটের গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে, কী গন্ধ বার হচ্ছে৷’’ সুজিত তখনই তৎপর হয়ে বাণীব্রত বন্দ্যোপাধ্যায়কে বলেন৷ মমতা মাঝপথে দাঁড়িয়ে এই নিয়ে কথাও বলেন কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে৷ তার আগে বলেন, ‘কী গন্ধ, বাপরে বাপ৷’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর এই কথোপকথন তারই ফেসবুক লাইভে ধরা পড়ে। যদিও বাণীব্রত বন্দ্যোপাধ্যায় ফোনে জানান, গতকাল রাত থেকেই তাঁদের এই পুরো এলাকা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণে ঘিরে ফেলা হয়েছিল৷ তাই তাদের পার্কে ঢোকার সামনে এ ধরনের কোনো ভ্যাটের গাড়ি থাকা সম্ভব নয়।
advertisement
Anup Chakraborty
বাংলা খবর/ খবর/কলকাতা/
এফডি-এর পুজো উদ্বোধনে ভ্যাটের গন্ধে বিরক্ত মুখ্যমন্ত্রী, বললেন, ‘কী গন্ধ, বাপরে বাপ’
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement