Mamata Banerjee: দোকান করলে ৫ লক্ষ টাকা..‘না শুনে চলে গেলে কী করব?’, TMCPর মঞ্চ থেকে বার্তা মমতার

Last Updated:

প্রসঙ্গত, সম্প্রতি মিজোরামে নির্মীয়মাণ সেতু ভেঙে মালদহের ২৪ জন শ্রমিকের মৃত্যু ঘটে৷ ঘটনায় পরিযায়ী শ্রমিকের সমস্যাকে সামনে রেখে রাজনীতির আসরে নামতে দেখা গিয়েছিল বিজেপি-কে৷ পাল্টা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে রাখায় যে গ্রামাঞ্চলে কর্মহানি হয়েছেন, তা নিয়েও সরব হয়েছিলেন তৃণমূলের ফিরহাদ-শশী পাঁজারা৷

কলকাতা: বেকার যুবকদের জন্যে রাজ্য সরকারের তরফে চালু রয়েছে বিশেষ প্রকল্প৷ সেই প্রকল্পের অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন তরুণ-যুবকের৷ মিজোরামে শ্রমিক মৃত্যুর ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের মনে করিয়ে দিলেন সেই কথা৷ বললেন, ‘‘বারবার বলেছি এই রাজ্য থেকে যেও না। এখানে দোকান করো ৫ লাখ টাকা করে দিচ্ছি। না শুনে চলে গেলে কী করব?’’
সোমবার তৃণমূল ছাত্র পরিষদের ২৫তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে তৃণমূলনেত্রীর গলায় ফের ঝরে পড়ল সেই আক্ষেপ৷ বললেন, ‘‘গত পরশু ইউপি থেকে তিন শ্রমিকের দেহ নিয়ে আসা হল৷ তার আগে রেল দুর্ঘটনা হল। এখনও দেহ পচছে। মারা যাচ্ছে কোথায়? তোমার রাজ্য উত্তরপ্রদেশ, মিজোরামে। আর বলা হচ্ছে কাজ পাচ্ছে না বাংলায় তাই বাইরে যাচ্ছে।’’ পাশাপাশি, মেয়ো রোডের মঞ্চ থেকে ‘দালাল’ সমস্যা নিয়েও সরব হন মমতা৷
advertisement
আরও পড়ুন: টাকা না নিয়ে কখনওই দান করবেন না এইসব জিনিস! সুখশান্তি হারিয়ে যাবে, কাঙালও হয়ে যেতে পারেন
তৃণমূলনেত্রীর কথায়, ‘‘আর কিছু দালাল আছে৷ যারা কমিশনের লোভে এখান থেকে লোক নিয়ে যায়। মিজোরামে ঠিকাদার নিয়ে গিয়েছিল।’’  তৃণমূল নেত্রী জানান, যে ঠিকাদার ওই শ্রমিকদের মিজোরামের সেতু নির্মাণের কাজ করানোর জন্য নিয়ে গিয়েছিল, তাঁকে ডেকে পাঠানো হবে সরকারের তরফে৷ কোনও নিরাপত্তা ছাড়া কী করে নিয়ে যাওয়া হল, সে প্রসঙ্গে ওই ঠিকাদারের কাছে জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন মমতা৷
advertisement
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি মিজোরামে নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ে মালদহের ২৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়৷ ঘটনায় বাংলার ‘পরিযায়ী শ্রমিকে’র সমস্যাকে সামনে রেখে রাজনীতির আসরে নামতে দেখা গিয়েছিল বিজেপি-কে৷ পাল্টা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে রাখায় যে গ্রামাঞ্চলে কর্মহানি হয়েছেন, তা নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলের ফিরহাদ-শশীরা৷
advertisement
প্রসঙ্গত, গত মার্চ মাসেই রাজ্যের বেকার যুবকদের জন্য নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার৷ সেই প্রকল্পে ২৫ হাজার টাকা ভর্তুকি সহ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বেকার যুবক-যুবতীদের। যার ১৫ শতাংশের গ্য়ারান্টার হবে রাজ্য। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতোই বেকার যুবক-যুবতীদের জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিম।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: দোকান করলে ৫ লক্ষ টাকা..‘না শুনে চলে গেলে কী করব?’, TMCPর মঞ্চ থেকে বার্তা মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement