Mamata Banerjee: 'আবারও প্রমাণ হল...', রাত বাড়তেই মুখ খুললেন মমতা! পঞ্চায়েতে সবুজ ঝড়

Last Updated:

Mamata Banerjee: মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফল বেরতেই দেখা গেল, ফের সবুজ ঝড় বাংলার গ্রামে গ্রামে।

মমতার ধন্যবাদ জনতাকে
মমতার ধন্যবাদ জনতাকে
কলকাতা: বিরোধীদের লাগাতার অভিযোগ, একের পর এক দুর্নীতিতে নেতা-কর্মীদের জেলযাত্রা সহ নানা কারণে চাপে ছিল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছুটতে হয়েছে রাজ্যের প্রান্তে। প্রায় দু’মাস জনসংযোগ যাত্রা পর্যন্ত করেছেন অভিষেক। মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফল বেরতেই দেখা গেল, ফের সবুজ ঝড় বাংলার গ্রামে গ্রামে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পঞ্চায়েতের সম্পূর্ণ ফলাফল না বেরলেও ট্রেন্ড মোটামুটি পরিষ্কার। সেই সূত্রেই রাতের দিকেই প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তৃণমূল নেত্রীর তরফে যে প্রতিক্রিয়া দেওয়া হয়, তা হল — ”সকল মা-মাটি মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গ্রামবাংলায় পুনরায় বিকশিত জোড়াফুল। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভূতপূর্ব সমর্থন, অকুণ্ঠ ভালোবাসা এবং অপার আশীর্বাদে আমি তথা আমার গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ। এই জয় আমার প্রণম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবারও প্রমাণ করল, বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন।”
advertisement
advertisement
এদিকে, গণনা পর্ব এগোতেই বিরোধীদের পাল্টা আক্রমণে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বাণে বিদ্ধ করলেন বিরোধীদের। গ্রাম বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে অভিষেক লেখেন, বিরোধীদের ‘নো ভোট টু মমতা’-কে ‘নাউ ভোট টু মমতা’তে রূপান্তরিত করলেন বাংলার মানুষ।
advertisement
ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই অভিষেক লেখেন ”বিরোধীদের নো ভোট টু মমতা প্রচার এখন নাউ ভোট ফর মমতা হয়ে গিয়েছে।” বিরোধীদের প্রচার বদলে দেওয়ার জন্য জনগণের কাছে কৃতজ্ঞ তিনি। পঞ্চায়েতে তৃণমূলের বিপুল জয়ের পর ট্যুইট করে এমনই বার্তা অভিষেকের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'আবারও প্রমাণ হল...', রাত বাড়তেই মুখ খুললেন মমতা! পঞ্চায়েতে সবুজ ঝড়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement