Babul Supriyo: পঞ্চায়েতের ফলের মাঝেই আসরে বাবুল সুপ্রিয়! করলেন বিস্ফোরক অভিযোগ, শোরগোল তুঙ্গে

Last Updated:

Babul Supriyo: পঞ্চায়েতের ফলের মাঝেই আসরে বাবুল সুপ্রিয়! করলেন বিস্ফোরক অভিযোগ, শোরগোল তুঙ্গে

বাবুলের কটাক্ষ
বাবুলের কটাক্ষ
কলকাতা: দলবদল করে রাজ্যের মন্ত্রী হয়েছেন বাবুল সুপ্রিয়। এখন পুরনো দল  প্রসঙ্গে নিত্যদিন আক্রমণ শানাচ্ছেন বাবুল। এদিন পঞ্চায়েতের ফল প্রকাশের মাঝেই বিজেপিকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘প্রত্যাখানের ভয়ে খড়কুটো আঁকড়ে ধরছে’। তাঁর ট্যুইট, ‘বাংলার মানুষ খুব জোরালো ও স্পষ্টভাবে মত দিয়েছে। বিভাজনের রাজনীতির মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে’।
কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই পঞ্চায়েত ভোট হয়েছে বাংলায়। তাহলে কেন এত হিংসা, মৃত্যু? বিজেপি নেতা সম্বিত পাত্রের অভিযোগ, ‘পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল, কিন্তু সেই বাহিনীকে সঠিকভাবে মোতায়েন করা হয়নি রাজ্য সরকার। স্পর্শকাতর বুথ কত? সেই তথ্য গোপন করা হয়েছিল’।
advertisement
advertisement
এরপরই ট্যুইট করেন বাবুল। লেখেন, ‘বাংলায় পায়ের তলার শক্ত মাটি পেতে রীতিমতো লড়াই করতে হচ্ছে বিজেপিকে। প্রমাণ ছাড়া তাঁদের এই আক্রমণ সত্যিই অসাধারণ, আশ্চর্যজনক নয় যদিও’। বাবুলের সংযোজন, ‘প্রত্যাখানের ভয়ে খড়কুটো আঁকড়ে ধরছে’।
প্রসঙ্গত, প্রাথমিক পর্যালোচনায় তৃণমূল মনে করছে, ২০১৯ ও ২০২১ সালে উত্তরবঙ্গের যে সব জায়গায় ভাল ফল করেছিল বিজেপি, সেখানে জমি দুর্বল হল বিজেপির৷ এই পঞ্চায়েতে কোচবিহার ছাড়া আর কোনও উত্তরের জেলা নিয়ে তথাকথিত অভিযোগ করেনি বিরোধীরা। এমনকি আলিপুরদুয়ার জেলা, যা চা-বলয়ের ভোট৷ সেখানেও ফল ভাল তৃণমূলের।
advertisement
জঙ্গলমহল বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভাল ফল করল তৃণমূল কংগ্রেস। কুড়মি ভোটের ময়দানে প্রভাব পড়ল না বলেই তৃণমূল কংগ্রেস মনে করছে৷ বিশেষ করে বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলায় যেখানে ধারাবাহিক ভাবে খারাপ ফল হয়েছিল, তা বদল হচ্ছে বলে মনে করছে শাসক দল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo: পঞ্চায়েতের ফলের মাঝেই আসরে বাবুল সুপ্রিয়! করলেন বিস্ফোরক অভিযোগ, শোরগোল তুঙ্গে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement