Dilip Ghosh: ভোটও দিতে পারেননি, এবার দিলীপ ঘোষের নিজের বুথে তৃণমূলের জয়জয়কার!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের এই গ্রামের ২৫ নম্বর বুথে ভোট দেন দিলীপ ঘোষ।
ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের একটি বুথে প্রত্যেকবার ভোট দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু দুঃখের বিষয় হল দিলীপবাবুর এই বুথে প্রার্থীই দিতে পারেনি বিজেপি। ফলে সেখানে বিজেপি প্রার্থী ছিল না। সেক্ষেত্রে বিজেপির মেদিনীপুরের সাংসদ কাকে ভোট দেবেন? নাকি গণতন্ত্রের এই উৎসব থেকে নিজেকে বিরত রাখবেন? তা নিয়ে উঠেছিল প্রশ্ন। এবার সেই বুথেই নির্দল প্রার্থীকে হারিয়ে জিতে গেল তৃণমূল।
ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের এই গ্রামের ২৫ নম্বর বুথে ভোট দেন দিলীপ ঘোষ। পঞ্চায়েতের মনোনয়ন পর্বে তাঁর বুথে প্রার্থীই দিতে পারেনি বিজেপি। মঙ্গলবার সেই বুথে এক নির্দল প্রার্থীকে হারিয়ে জিতেছেন তৃণমূলের শিবানী দেউলী। যা শুনে দিলীপের প্রতিক্রিয়া, ”আমরা তো লড়াইয়েই ছিলাম না।”
advertisement
advertisement
দিলীপ ঘোষ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামের বাসিন্দা। তিনি মেদিনীপুরের সাংসদও। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সেখানে কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৩। এই কুলিয়ানায় দু’টি বুথ রয়েছে। তার মধ্যে ২৫ নম্বর বুথটি দিলীপ ঘোষের বুথ বলেই সবাই জানে।
advertisement
কারণ সেখানেই ভোট দেন বিজেপি সাংসদ। অথচ এই বুথে বিজেপি প্রার্থী দিতে ব্যর্থ হয়েছিল। কেন এই বুথে প্রার্থী খুঁজে পাওয়া গেল না? কুলিয়ানা গ্রামের ১৩টি বুথের মধ্যে শুধু দিলীপ ঘোষের বুথ বাদ দিয়ে বাকি ১২টি বুথেই প্রার্থী দিয়েছিল বিজেপি। অবশেষে সেই বুথে হেরে গেল বিজেপি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 4:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: ভোটও দিতে পারেননি, এবার দিলীপ ঘোষের নিজের বুথে তৃণমূলের জয়জয়কার!