WB Panchayat Election Results 2023: নন্দীগ্রামে শুভেন্দুর বুথে জয়ী বিজেপি, গেরুয়া ঝড়ে চাপা পড়তে চলেছে তৃণমূল?
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
WB Panchayat Election Results 2023: ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের হিসাব অনুযায়ী নন্দীগ্রামের সব গ্রাম পঞ্চায়েত অর্থাৎ ১৭ টিরই ক্ষমতা দখল করেছিল তৃণমূল
advertisement
নন্দীগ্রাম: ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের সব গ্রাম পঞ্চায়েত অর্থাৎ ১৭ টিরই ক্ষমতা দখল করেছিল তৃণমূল। স্বাভাবিকভাবেই এবারও পঞ্চায়েত নির্বাচনে সকলকের নজরে শুভেন্দুর ‘নন্দীগ্রাম’। তবে এবার পাল্লাভারী গেরুয়া শিবিরেরই। শুভেন্দু অধিকারীর বুথে জয়ী বিজেপি।একুশের বিধানসভা নির্বাচনের আগেই নন্দীগ্রামের ভোটার হন শুভেন্দু। নন্দীগ্রাম বিধানসভা এলাকার ১৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬-টির গণনা পুরো সম্পূর্ণ। এখানও পর্যন্ত ৬টির মধ্য়ে ৬টিরই ক্ষমতা দখল বিজেপির হাতে।
advertisement
নন্দীগ্রাম ১ ব্লকের ভেকুটিয়া, নন্দীগ্রাম ও হরিপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে
নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ১, বয়াল ২ ও খোদামবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে।
২০২১-এর বিধানসভা নির্বাচন দেখেছে নন্দীগ্রাম। সেই হাইভোল্টেজ লড়াইতে একদিকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে ছিলেন শুভেন্দু অধিকারী। তার ঠিক ২ বছর বাদে ফের নির্বাচন রাজ্যজুড়ে। যদিও সেই নির্বাচন পঞ্চায়েত নির্বাচন হলেও গোটা রাজ্যের নজরে সেই ‘নন্দীগ্রাম’। শাসক দলের নজরে একদিকে যেমন ভোট বাড়ানো, অন্যদিকে বিরোধী দলের তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী নজরে ২০২১-এ বিধানসভায় প্রাপ্ত ভোটের নিরিখে আরও ভোটের হার বাড়ানো। আর তা নিয়েই যুযুধান দু’পক্ষের লড়াই হতে চলেছে আজ।
advertisement
পঞ্চায়েত নির্বাচনের পরিসংখ্যান বলছে নন্দীগ্রাম বিধানসভা এলাকায় মোট ১৭ টি গ্রাম পঞ্চায়েত, দুটি পঞ্চায়েত সমিতি এবং পাঁচটি জেলা পরিষদ রয়েছে। ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি অবশ্যই ৬৬ টি আসনে প্রার্থী দিতে পারিনি।পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে সাতটি আসনে বিজেপি প্রার্থী দিতে পারেনি বলেই জানা গিয়েছে। মূলত এই নন্দীগ্রামে পঞ্চায়েতে লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যেই। যদিও নির্দলও এক অন্যতম ফ্যাক্টর হতে চলেছে নন্দীগ্রামে বলেই রাজনৈতিক মহল মনে করছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২টি গ্রাম পঞ্চায়েতেই এগিয়ে ছিল বিজেপি। এবার সেই ভোট ব্যাঙ্ক একদিকে যেমন ধরে রাখা বিজেপির অন্যতম টার্গেট, তেমনি নিজেদের ভোট বাড়ানো অন্যতম চ্যালেঞ্জ শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে।
advertisement
যদিও ভোট পর্বের আগে থেকেই শুরু হয়েছে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা। বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বহিরাগতদের নন্দীগ্রামে ঢোকানো হচ্ছে বলে সরব হয়েছিলেন। শুধু তাই নয়, প্রচারের শেষ দিন নন্দীগ্রামের একাধিক জায়গায় জনসংযোগ থেকে তিনি প্রতিরোধের ডাক দিয়েছেন। রাজনৈতিক মহলের দাবি নন্দীগ্রামে এবার পঞ্চায়েত নির্বাচনে ১১টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 11, 2023 3:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election Results 2023: নন্দীগ্রামে শুভেন্দুর বুথে জয়ী বিজেপি, গেরুয়া ঝড়ে চাপা পড়তে চলেছে তৃণমূল?










