Mamata Banerjee Deucha Pachami: দেউচা পাচামির জট কাটাতে উদ্যোগী মমতা, নবান্নে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক

Last Updated:

দেউচা পাচামি প্রকল্পে এখনও যাঁরা জমি দিতে অনিচ্ছুক, তাঁদের একটি প্রতিনিধি দল এ দিন নবান্নে আসে৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের জট কাটাতে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নবান্নে প্রায় আধ ঘণ্টা ধরে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর৷ আন্দোলনকারীদের কী দাবি, তা ধৈর্য ধরে শোনেন মমতা৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন মুখ্যসচিবও৷ দেউচা পাচামি প্রকল্প গড়তে গিয়ে যে কাউকেই বঞ্চিত করা হবে না, প্রকল্পের ইতিবাচক দিকগুলি তুলে ধরে তা আন্দোলনকারীদের বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
দেউচা পাচামি প্রকল্পে এখনও যাঁরা জমি দিতে অনিচ্ছুক, তাঁদের একটি প্রতিনিধি দল এ দিন নবান্নে আসে৷ এঁদের মধ্যে ৯ জনের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর৷ তিরিশ মিনিটের বৈঠকে মুখ্যমন্ত্রীকে মূলত চার দফা জানিয়েছেন আন্দোলনকারীরা৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আন্দোলনকারীদের তরফেও একথাও বলা হয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রকল্প সম্পর্কে তাঁদের অনেক ভুল ধারণা দূর হয়েছে৷ নিজেদের গ্রামে ফিরে বাকি বাসিন্দাদেরও সেকথা বোঝাবেন তাঁরা৷ তার পরেই নিজেদের সিদ্ধান্ত প্রশাসনকে জানাবেন আন্দোলনকারীরা৷
advertisement
জমি দিতে যাঁরা অনিচ্ছুক, তাঁদের বিরুদ্ধে মিথ্যে মামলাও প্রত্যাহার করতে হবে বলে অবশ্য এ দিন মুখ্যমন্ত্রীর সামনে দাবি করেছেন আন্দোলনকারীরা৷ মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁরা৷
সরকারি সূত্রে খবর, দেউচা পাচামি প্রকল্পের জন্য মোট ৩৪০০ একর জমি প্রয়োজন৷ যে এলাকায় প্রকল্প গড়ে ওঠার কথা সেখানে প্রায় সাড়ে চার হাজার পরিবারের বাস৷ এদের মধ্যে ১৯০৮ জন জমি দেওয়ার অনুমতি দিয়েছেন৷ ৩৪০০ একরের মধ্যে ১০০০ একর জমি সরকারের হাতে রয়েছে৷ জমিদাতাদের সম্মতিতে ৭৫৬.১৬ একর জমি পাওয়া সম্ভব হয়েছে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে এ দিনের বৈঠকের পর আন্দোলনকারীদের বুঝিয়ে বাকি জমি হাতে পাওয়ার বিষয়ে আশাবাদী রাজ্য সরকার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Deucha Pachami: দেউচা পাচামির জট কাটাতে উদ্যোগী মমতা, নবান্নে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement