Mamata Banerjee Deucha Pachami: দেউচা পাচামির জট কাটাতে উদ্যোগী মমতা, নবান্নে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক

Last Updated:

দেউচা পাচামি প্রকল্পে এখনও যাঁরা জমি দিতে অনিচ্ছুক, তাঁদের একটি প্রতিনিধি দল এ দিন নবান্নে আসে৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের জট কাটাতে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নবান্নে প্রায় আধ ঘণ্টা ধরে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর৷ আন্দোলনকারীদের কী দাবি, তা ধৈর্য ধরে শোনেন মমতা৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন মুখ্যসচিবও৷ দেউচা পাচামি প্রকল্প গড়তে গিয়ে যে কাউকেই বঞ্চিত করা হবে না, প্রকল্পের ইতিবাচক দিকগুলি তুলে ধরে তা আন্দোলনকারীদের বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
দেউচা পাচামি প্রকল্পে এখনও যাঁরা জমি দিতে অনিচ্ছুক, তাঁদের একটি প্রতিনিধি দল এ দিন নবান্নে আসে৷ এঁদের মধ্যে ৯ জনের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর৷ তিরিশ মিনিটের বৈঠকে মুখ্যমন্ত্রীকে মূলত চার দফা জানিয়েছেন আন্দোলনকারীরা৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আন্দোলনকারীদের তরফেও একথাও বলা হয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রকল্প সম্পর্কে তাঁদের অনেক ভুল ধারণা দূর হয়েছে৷ নিজেদের গ্রামে ফিরে বাকি বাসিন্দাদেরও সেকথা বোঝাবেন তাঁরা৷ তার পরেই নিজেদের সিদ্ধান্ত প্রশাসনকে জানাবেন আন্দোলনকারীরা৷
advertisement
জমি দিতে যাঁরা অনিচ্ছুক, তাঁদের বিরুদ্ধে মিথ্যে মামলাও প্রত্যাহার করতে হবে বলে অবশ্য এ দিন মুখ্যমন্ত্রীর সামনে দাবি করেছেন আন্দোলনকারীরা৷ মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁরা৷
সরকারি সূত্রে খবর, দেউচা পাচামি প্রকল্পের জন্য মোট ৩৪০০ একর জমি প্রয়োজন৷ যে এলাকায় প্রকল্প গড়ে ওঠার কথা সেখানে প্রায় সাড়ে চার হাজার পরিবারের বাস৷ এদের মধ্যে ১৯০৮ জন জমি দেওয়ার অনুমতি দিয়েছেন৷ ৩৪০০ একরের মধ্যে ১০০০ একর জমি সরকারের হাতে রয়েছে৷ জমিদাতাদের সম্মতিতে ৭৫৬.১৬ একর জমি পাওয়া সম্ভব হয়েছে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে এ দিনের বৈঠকের পর আন্দোলনকারীদের বুঝিয়ে বাকি জমি হাতে পাওয়ার বিষয়ে আশাবাদী রাজ্য সরকার৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Deucha Pachami: দেউচা পাচামির জট কাটাতে উদ্যোগী মমতা, নবান্নে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement