#কলকাতা: কলকাতা হাইকোর্টে আইনজীবীদের মধ্যে মারামারি, এজলাসের ভিতরে বিক্ষোভ এবং রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ বর্তমানে রাজ্যের পরিস্থিতিকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়ে আজই আলোচনায় বসার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷
গতকালের পর আজও কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়ায়৷ বিচারতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিক্ষোভও দেখান আইনজীবীদের একাংশ৷ তৃণমূল সমর্থিত আইনজীবীদের সংগঠনের সদস্যরাই এই বিক্ষোভ দেখিয়েছেন বলে খবর৷ গতকালও হাইকোর্টের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইনজীবীরা৷
আরও পড়ুন: 'আইনের শাসন নেই, রাজ ভবনে এসে আলোচনায় বসুন', দিল্লি থেকে ফিরে মমতাকে কড়া চিঠি ধনখড়ের
WB Guv has urged CM Mamata Banerjee for interaction during the day in view of disturbing and unprecedented worrisome scenario in the precincts of High Court at Calcutta as also the recent spate of heinous crime against women and continual deteriorating law & order in the State. pic.twitter.com/e1hKfMcVg4
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 13, 2022
চিঠিতে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, 'কলকাতা হাইকোর্টের পবিত্র ভবনের মধ্যেই এ দিন যে বিরক্তিকর ও বেনজির ঘটনা ঘটেছে এবং সাম্প্রতিক কালে যেভাবে মহিলাদের উপরে একের পর এক ঘৃন্য নির্যাতনের ঘটনা ঘটছে ও আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, তাতে আমি গভীর ভাবে উদ্বিগ্ন৷'
আরও পড়ুন: বড় স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়! ২৪ ঘণ্টা নয়, CBI নিয়ে আপাতত চার সপ্তাহ নিশ্চিন্ত
রাজ্যপাল আরও লিখেছেন, 'সংবিধান এবং আইনের শাসন দ্বারা চালিত একটি ব্যবস্থায় যদি বিচার পাওয়ার রাস্তায় এবং আদালতের কাজকর্মে বাধা সৃষ্টি করা হয়, তাহলে গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা বেজে যায়৷'
প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একই ভাবে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার অনুরোধ করেছিলেন রাজ্যপাল৷ এর পর রাজ ভবনে গিয়ে জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠকও করে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবারেও রাজ্যপালের বার্তায় মুখ্যমন্ত্রী সাড়া দেন কি না, সেটাই দেখার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jagdeep Dhankhar, Mamata Banerjee