Jagdeep Dhankhar asks Mamata Banerjee to visit Raj Bhawan: 'আইনের শাসন নেই, রাজ ভবনে এসে আলোচনায় বসুন', দিল্লি থেকে ফিরে মমতাকে কড়া চিঠি ধনখড়ের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
তিনি যে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) রাজ ভবনে আসতে বলেছেন, এ কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন রাজ্যপাল (Jagdeep Dhankhar )৷
#কলকাতা: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছে, তা নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) রাজ ভবনে আসতে অনুরোধ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)৷ মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রামপুরহাটের ঘটনার (Rampurhat Violence) পাশাপাশি বিধানসভায় বিধায়কদের হাতাহাতির প্রসঙ্গেরও উল্লেখ করেছেন রাজ্যপাল৷ পাশাপাশি সিবিআই তদন্তে পক্ষপাতিত্ব হলে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে আন্দোলন করার যে হুঁশিয়ারি দিয়েছেন, তারও নিন্দা করেছেন জগদীপ ধনখড়৷ রাজ্যপালের আহ্বানে মুখ্যমন্ত্রী সাড়া দেন কি না, সেটাই এখন দেখার৷
তিনি যে মুখ্যমন্ত্রীকে রাজ ভবনে আসতে বলেছেন, এ কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন রাজ্যপাল৷ মুখ্যমন্ত্রীকে লেখা তাঁর চিঠিটিও ট্যুইটারে পোস্ট করেছেন জগদীপ ধনখড়৷
advertisement
চিঠিতে রাজ্যপাল লিখেছেন, 'সাম্প্রতিককালের বাড়তে থাকা উদ্বেগজনক ঘটনাপ্রবাহে প্রমাণিত, রাজ্যের আইনের শাসন নেই এবং হিংসার ঘটনা বাড়ছে, এই পরিস্থিতিতে যতদ্রুত সম্ভব আলোচনার জন্য আপনার রাজ ভবনে আসাটা প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে৷'
advertisement
WB Guv Shri Jagdeep Dhankhar has invited Chief Minister Smt. Mamata Bannerjee for interaction during the week at Raj Bhawan to deliberate worsening law and order in the state, particularly in view of alarmingly worrisome developments #RampurhatViolence & State Legislature. 1/3 pic.twitter.com/PNejmUwa8s
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 29, 2022
advertisement
মুখ্যমন্ত্রীকে লেখা কড়া চিঠিতে রাজ্যপাল আরও লিখেছেন, 'সংবিধান এবং আইনের দৃষ্টিকোণ থেকে রাজ্যের শাসন ব্যবস্থা সরু সুতোর উপরে ঝুলছিল৷ রামপুরহাটের বর্বরোচিত ঘটনা এবং বিধানসভার লজ্জাজনক ঘটনায় তা আরও প্রশ্নের মুখে পড়েছে৷'
রামপুরহাটে সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েও মুখ্যমন্ত্রী রবিবার শিলিগুড়িতে জানিয়েছিলেন, স্বচ্ছ তদন্ত না হলে তাঁর বিরুদ্ধে আন্দোলন হবে৷ মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তাঁর এই মন্তব্যেরও কঠোর সমালোচনা করেছেন রাজ্যপাল৷ জগদীপ ধনখড় লিখেছেন, 'মনে রাখবেন আপনি যে পদে রয়েছেন তার সঙ্গে এই মন্তব্য মানানসই নয়৷ মনে রাখবেন, রামপুরহাটের বর্বরোচিত ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং নজরদারিতে সিবিআই তদন্ত চলছে৷ এই তদন্তের কোনওরকম বিরোধিতা করতে গেলেও তা আইনি পথেই করতে হবে, রাস্তায় নেমে নয়৷'
advertisement
রামপুরহাটের ঘটনার পর রাজ্যপাল রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে যে মন্তব্য করেছিলেন, তার সমালোচনা করে জগদীপ ধনখড়কে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই চিঠির জবাবও দেন রাজ্যপাল৷ গতকালই দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন রাজ্যপাল৷ তার পরই আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে রাজ ভবনে আসতে আর্জি জানালেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2022 7:05 PM IST