শনিবারই সন্ধ্যায় লন্ডন রওনা দেবেন মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সামান্য সূচি বদল, হিথরোতেই অবরতরণ রবিবার
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Written by:Anup Chakraborty
Last Updated:
Mamata Banerjee London Trip: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর শনিবার সন্ধ্যায়। হিথরো বিমানবন্দরে তাঁর উড়ান অবতরণ করবে। আগে গ্যাটউইক বিমানবন্দরে নামার বিকল্প ভাবা হলেও, এখন নিশ্চিতভাবে হিথরোতেই নামবেন তিনি।
কলকাতা: লন্ডনের হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিটেন সফরের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। অবশেষে শনিবার সন্ধ্যায় তিনি দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে রওনা দিচ্ছেন। রবিবার সকালে (লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী সকাল, ভারতীয় সময় অনুযায়ী দুপুর) হিথরো বিমানবন্দরে তাঁর উড়ান অবতরণ করবে। আগে গ্যাটউইক বিমানবন্দরে নামার বিকল্প ভাবা হলেও, এখন নিশ্চিতভাবে হিথরোতেই নামবেন তিনি।
প্রথমে পরিকল্পনা ছিল, শনিবার সকালে তিনি ব্রিটেনের উদ্দেশে রওনা হবেন। কিন্তু হিথরোতে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে তা স্থগিত হয়। পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার ফলে বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়, যার কারণে শুক্রবার ১৮ ঘণ্টার জন্য বিমান ওঠানামা বন্ধ ছিল। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় ফের বিমান চলাচল শুরু হয়েছে।
advertisement
advertisement
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হিথরো বিমানবন্দরে ১,৩৫১টি বিমান বাতিল করা হয়েছিল। সপ্তাহান্তে হওয়ায় বিমান চলাচলের চাপ বেশি ছিল, ফলে বাতিলের সংখ্যা আরও বেশি হয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব শুধু বিমানবন্দরেই নয়, পশ্চিম লন্ডনের বড় অংশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল।
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের কর্মসূচি অনুযায়ী, সোমবার তিনি ভারতীয় হাইকমিশনের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার রয়েছে বাণিজ্য সম্মেলন, বুধবার সরকারি স্তরে বাণিজ্য বৈঠক এবং বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে। আগামী শুক্রবার তিনি লন্ডন থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 22, 2025 8:54 AM IST