শনিবারই সন্ধ্যায় লন্ডন রওনা দেবেন মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সামান্য সূচি বদল, হিথরোতেই অবরতরণ রবিবার

Last Updated:

Mamata Banerjee London Trip: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর শনিবার সন্ধ্যায়। হিথরো বিমানবন্দরে তাঁর উড়ান অবতরণ করবে। আগে গ্যাটউইক বিমানবন্দরে নামার বিকল্প ভাবা হলেও, এখন নিশ্চিতভাবে হিথরোতেই নামবেন তিনি।

আপাতত পিছোল  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর। শনিবার সকালে তিনি আর রওনা দিচ্ছেন না। এই সিদ্ধান্ত এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-কে জানানো হয়েছে। মনে করা হচ্ছে, হিথরোর বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরেই সফরসূচিতে অদলবদল হতে চলেছে৷ সরকারিভাবে এখনও জানানো হয়নি।
আপাতত পিছোল  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর। শনিবার সকালে তিনি আর রওনা দিচ্ছেন না। এই সিদ্ধান্ত এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-কে জানানো হয়েছে। মনে করা হচ্ছে, হিথরোর বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরেই সফরসূচিতে অদলবদল হতে চলেছে৷ সরকারিভাবে এখনও জানানো হয়নি।
কলকাতা: লন্ডনের হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিটেন সফরের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। অবশেষে শনিবার সন্ধ্যায় তিনি দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে রওনা দিচ্ছেন। রবিবার সকালে (লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী সকাল, ভারতীয় সময় অনুযায়ী দুপুর) হিথরো বিমানবন্দরে তাঁর উড়ান অবতরণ করবে। আগে গ্যাটউইক বিমানবন্দরে নামার বিকল্প ভাবা হলেও, এখন নিশ্চিতভাবে হিথরোতেই নামবেন তিনি।
প্রথমে পরিকল্পনা ছিল, শনিবার সকালে তিনি ব্রিটেনের উদ্দেশে রওনা হবেন। কিন্তু হিথরোতে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে তা স্থগিত হয়। পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার ফলে বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়, যার কারণে শুক্রবার ১৮ ঘণ্টার জন্য বিমান ওঠানামা বন্ধ ছিল। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় ফের বিমান চলাচল শুরু হয়েছে।
advertisement
advertisement
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার হিথরো বিমানবন্দরে ১,৩৫১টি বিমান বাতিল করা হয়েছিল। সপ্তাহান্তে হওয়ায় বিমান চলাচলের চাপ বেশি ছিল, ফলে বাতিলের সংখ্যা আরও বেশি হয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের প্রভাব শুধু বিমানবন্দরেই নয়, পশ্চিম লন্ডনের বড় অংশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল।
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের কর্মসূচি অনুযায়ী, সোমবার তিনি ভারতীয় হাইকমিশনের আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। মঙ্গলবার রয়েছে বাণিজ্য সম্মেলন, বুধবার সরকারি স্তরে বাণিজ্য বৈঠক এবং বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে। আগামী শুক্রবার তিনি লন্ডন থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
শনিবারই সন্ধ্যায় লন্ডন রওনা দেবেন মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সামান্য সূচি বদল, হিথরোতেই অবরতরণ রবিবার
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement