আর এক ঘণ্টাও নেই! ভয়াবহ দুর্যোগ ঘনাচ্ছে বাংলায়...! ঝড়-বৃষ্টিতে তথনচ হবে কোন কোন জেলা?

Last Updated : দক্ষিণবঙ্গ
Latest Weather Update: শনিবার সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কতা! শিলাবৃষ্টি, তুমুল দুর্যোগ, দমকা ঝোড়ো হাওয়া—দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক ঘণ্টায় ভয়ঙ্কর আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কোন কোন জেলায় সতর্কতা? বাঁকুড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলায় শনিবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছে। এই জেলাগুলিতে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে থাকতে পারে শিলাবৃষ্টিও। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও বাঁকুড়ার কিছু অংশেও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ### **তাপমাত্রার পরিস্থিতি** বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ নিম্নমুখী। পূর্ব মেদিনীপুরের দিঘায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২১.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৬ শতাংশ। ### **আগামী কয়েক দিনের পূর্বাভাস** রবিবার পর্যন্ত রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে সকাল থেকে মেঘলা আকাশ থাকবে, সন্ধ্যার পর শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। তবে সোমবার থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দুর্যোগের কারণে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দফতর। অপ্রয়োজনে বাইরে বেরনো এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
আর এক ঘণ্টাও নেই! ভয়াবহ দুর্যোগ ঘনাচ্ছে বাংলায়...! ঝড়-বৃষ্টিতে তথনচ হবে কোন কোন জেলা?
advertisement
advertisement