Mamata Banerjee: চলতি সপ্তাহেই অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর! কবে ভর্তি হচ্ছেন হাসপাতালে? নিজেই জানালেন মমতা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
গত ২৭ জুন উত্তরবঙ্গে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ কপ্টার চালকের তৎপরতায় অবশ্য দ্রুত সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করা সম্ভব হয়৷ কিন্তু,হেলিকপ্টার থেকে নামার সময়ে হাঁটু এবং কমরে ব্যথা পান মমতা৷
কলকাতা: হাঁটু, কোমরে ব্যথা রয়েছে৷ পঞ্চায়েতের আগে ময়দানে নেমে তেমন প্রচার করতে পারছেন না৷ বেশির ভাগ ক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যমে তাঁর বার্তা পৌঁছে যাচ্ছে জন সাধারণ থেকে নেতা কর্মীদের কাছে৷ এমন পরিস্থিতিতে হয়ত চলতি সপ্তাহেই হবে তাঁর অস্ত্রোপচার৷
নিউজ ১৮ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আমার ছোট ছোট কয়েকটা সার্জারি আছে। তিন-চারদিনে সেটা হয়ে যাবে৷ হাঁটু আর কোমরে চোট আছে। গত কয়েকদিনে থেরাপি চলছে৷’’
আরও পড়ুন: বিরাট সমস্যা গোষ্ঠীকোন্দল! অভিষেকের তৎপরতায় কি ফল হবে ভোটবাক্সে? আজ ফের প্রচার
মুখ্যমন্ত্রী কথায়, ‘‘এমনি শারীরিক ভাবে ঠিক আছি৷ ৩০ সেকেন্ড সময় নিলে সেদিন হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যেত। আমাকে হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতে হয়েছে৷ জাম্প করে নামার সময় আমার হাঁটুতে চোট লেগেছে৷ টিস্যু আর লিগামেন্টে চোট আছে৷ কোমরেও লেগেছে৷ আমাকে চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু আমি ভাবলাম, হাসপাতালে থেকে চিকিৎসা করালে একটা বেড অকুপ্যাই হবে, কয়েকজন চিকিৎসকে ব্যস্ত রাখতে হবে৷ তাই ভাবলাম, ঘরে বসে কাজগুলো করেনি৷ তার মানে সাত-আটদিন ট্রিটমেন্ট করিয়ে নেব ভাবলাম, তারপর হাসপাতালে যাব৷ এখন দিনে ৪ ঘণ্টা থেরাপি চলছে৷ থেরাপি চললে মনের উপর একটা ঝড় যায়৷ এখন সোজা হাঁটতে পারছি একটু-একটু৷ তবু হাঁটু আর কোমরে লাগছে৷’’
advertisement
advertisement
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর হাঁটু এবং লিগামেন্টের সমস্যার নিরসন করতে কিছু ছোট ছোট প্রসিডিওর করার পরিকল্পনা করেছেন এসএসকেএমের চিকিৎসকেরা৷ সে জন্য তাঁকে হাসপাতালে দু-চার দিন ভর্তি থাকতে হতে পারে৷ সেক্ষেত্রে, এসএসকেএম এর উডবার্ন ব্লকেই মুখ্যমন্ত্রী থাকতে পারেন বলে জানা যাচ্ছে৷ মুখ্যমন্ত্রী নিজেই তাঁর অস্ত্রোপচারেরও কথা জানিয়েছেন৷ জানান, তিনি কবে হাসপাতালে ভর্তি হতে পারেন৷
advertisement
আরও পড়ুন: মাঝে আর মাত্র ২দিন! পঞ্চায়েতে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী, সামনে এল বিস্তারিত তালিকা, দেখে নিন
সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘চিকিৎসকরা আমাকে অনুমতি দিল না আর সভা করার। আগামী ৬ তারিখ আমি হাসপাতালে যাব৷ সেখানে মাইনর অপারেশন বা সার্জারি আছে। চার, পাঁচ ঘণ্টার ব্যাপার৷ তারপর তিন-চারদিন লাগবে৷’’
গত ২৭ জুন উত্তরবঙ্গে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ কপ্টার চালকের তৎপরতায় অবশ্য দ্রুত সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করা সম্ভব হয়৷ কিন্তু,হেলিকপ্টার থেকে নামার সময়ে হাঁটু এবং কমরে ব্যথা পান মমতা৷ কলকাতায় ফিরলে সঙ্গে সঙ্গেই তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এমআরআই-এ দেখা যায়, বাঁ হাঁটুর লিগামেন্ট ও হিপজয়েন্টের লিগামেন্টে চোট রয়েছে। বাঁ হাঁটুতেও সমস্যা রয়েছে৷ সেই সময়ে চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও তিনি বাড়ি ফিরে যান৷ বর্তমানে তাঁর থেরাপি চলছে৷ চলতি সপ্তাহেই হয়ত হবে অস্ত্রোপচার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 05, 2023 10:59 AM IST