West Bengal Panchayat Election 2023: মাঝে আর মাত্র ২দিন! পঞ্চায়েতে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী, সামনে এল বিস্তারিত তালিকা, দেখে নিন

Last Updated:

শেষমেষ রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন বিভাগ এবং অন্যান্য রাজ্য থেকে আসা সশস্ত্র পুলিশের জেলাভিত্তিক মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে। নিউজ এইট্টিন বাংলার হাতে এসেছে জেলা ভিত্তিক কেন্দ্রীয় বাহিনী এবং সশস্ত্র পুলিশ বাহিনীর মোতায়েনের সেই পরিকল্পনার তালিকা।

কলকাতা: এবার পঞ্চায়েত নির্বাচনে বাহিনী মোতায় নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। তবে শেষমেষ রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন বিভাগ এবং অন্যান্য রাজ্য থেকে আসা সশস্ত্র পুলিশের জেলাভিত্তিক মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে। নিউজ এইট্টিন বাংলার হাতে এসেছে জেলা ভিত্তিক কেন্দ্রীয় বাহিনী এবং সশস্ত্র পুলিশ বাহিনীর মোতায়েনের সেই পরিকল্পনার তালিকা। এক ঝলকে দেখে নেওয়া যাক জেলাভিত্তিক বাহিনী মোতায়েনের বিস্তারিত পরিকল্পনা।
পশ্চিম বর্ধমান – ৫ কোম্পানি SSB ৫কোম্পানি আসাম পুলিশ মোট ১০ কোম্পানি।
পূর্ব বর্ধমান – ২০কোম্পানি SSB, ১কোম্পানি CRPF, ১০কোম্পানি রাজস্থান পুলিশ, ২কোম্পানি অন্ধ্রপ্রদেশ পুলিশ মোট ৩৩কোম্পানি।
advertisement
পশ্চিম মেদিনীপুর – ৯কোম্পানি CRPF, ৬কোম্পানি গুজরাট পুলিশ,৫কোম্পানি কর্ণাটক পুলিশ মোট ২০ কোম্পানি।
পূর্ব মেদিনীপুর – ২কোম্পানি ঝাড়খণ্ড পুলিশ,২৭কোম্পানি বিহার পুলিশ, ৮কোম্পানি নাগাল্যাণ্ড পুলিশ মোট ৩৭কোম্পানি।
advertisement
বাঁকুড়া – ৫কোম্পানি CRPF, ৬কোম্পানি BSF মোট ১১কোম্পানি।
বীরভূম -২০কোম্পানি ITBP
advertisement
হুগলি-৫কোম্পানি SSB, ১০কোম্পানি হায়দ্রাবাদ পুলিশ, ২কোম্পানি গুজরাট পুলিশ, ৬কোম্পানি গোয়া পুলিশ, ১কোম্পানি মিজোরাম পুলিশ,২কোম্পানি তেলেঙ্গানা পুলিশ, ২ কোম্পানি মহারাষ্ট্র পুলিশ মোট ২৮ কোম্পানি।
হাওড়া – ২কোম্পানি BSF, ৩০কোম্পানি RPF, ৩কোম্পানি মহারাষ্ট্র পুলিশ,২কোম্পানি গুজরাট পুলিশ মোট ৩৭ কোম্পানি।
উত্তর ২৪ পরগণা-১২কোম্পানি CRPF, ৫কোম্পানি CISF, ১০কোম্পানি ছত্তীশগড় পুলিশ, ৮কোম্পানি তামিলনাড়ু পুলিশ মোট ৩৫ কোম্পানি।
advertisement
দক্ষিণ ২৪ পরগণা -২কোম্পানি SSB, ১০কোম্পানি পাঞ্জাব পুলিশ, ১৩কোম্পানি বিহার পুলিশ,৫কোম্পানি ছত্তীশগড় পুলিশ মোট ৩০ কোম্পানি।
কোচবিহার -১০কোম্পানি CRPF, ১৮কোম্পানি BSF মোট ২৮ কোম্পানি।
advertisement
আলিপুরদুয়ার – ১০কোম্পানি BSF
উত্তর দিনাজপুর – ১৪কোম্পানি BSF, ৬কোম্পানি SSB, ৫কোম্পানি ITBP মোট ২৫ কোম্পানি।
দক্ষিণ দিনাজপুর -১০ কোম্পানি BSF
জলপাইগুড়ি – ১০কোম্পানি BSF
মালদহ -৯কোম্পানি BSF, ২১কোম্পানি CRPF মোট ৩০কোম্পানি।
মুর্শিদাবাদ – ৮কোম্পানি CRPF, ৩৫কোম্পানি CISF, ২কোম্পানি গুজরাট পুলিশ মোট ৪৫ কোম্পানি।
নদিয়া – ১২কোম্পানি SSB, ২কোম্পানি ত্রিপুরা পুলিশ,৫কোম্পানি কর্ণাটক পুলিশ, ৮কোম্পানি কেরালা পুলিশ,৩কোম্পানি অরুণাচলের পুলিশ, ১কোম্পানি তেলেঙ্গানা পুলিশ মোট ৩১ কোম্পানি।
advertisement
ঝাড়গ্রাম -৫কোম্পানি CRPF।
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Panchayat Election 2023: মাঝে আর মাত্র ২দিন! পঞ্চায়েতে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী, সামনে এল বিস্তারিত তালিকা, দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement