Opposition Meet: আদৌ কি হচ্ছে বিজেপি বিরোধী জোটের বৈঠক? হলে কোথায়, কবে.. জল্পনা উড়িয়ে স্থান-কাল জানাল কংগ্রেস
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
কিন্তু, এদিন কংগ্রেসের কে সি বেণুগোপালের তরফে একটি ট্যুইট করে জানানো হয়, ১২ জুলাই শিমলায় নয়, বৈঠক হচ্ছে আগামী ১৭ এবং ১৮ জুলাই, কর্ণাটকে৷
নয়াদিল্লি: বিজেপি বিরোধী ১৫ রাজনৈতিক দলের বৈঠকের শেষে পটনাতেই ঘোষণা হয়েছিল পরবর্তী বৈঠকের সম্ভাব্য স্থান, কাল৷ তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১৫ জুলাই নয়, বিরোধীদের পরবর্তী বৈঠক হতে পারে ১৭ এবং ১৮ জুলাই৷ অন্তত, তেমনটাই জানাচ্ছে কংগ্রেস শিবির৷ দিনের পাশাপাশি বদলে গিয়েছে বৈঠকের স্থানও৷ শিমলা নয়, এই বৈঠকের আয়োজন করা হতে পারে কর্ণাটকের বেঙ্গালুরুতে৷
প্রসঙ্গত, বেশকিছু রাজ্যের পঞ্চায়েত নির্বাচন এবং সংসদের বাদল অধিবেশনের জন্য এই বৈঠক পিছোতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল৷ কিন্তু, সূত্রের খবর, কংগ্রেসের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, চলতি মাসেই বিরোধী জোটের বৈঠক হবে৷ আগামী ১৭-১৮ জুলাই বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এই বৈঠক৷
আরও পড়ুন: ফিগার ঠিক রাখতে ডায়েট কোল্ডড্রিঙ্কস! ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে চ্যুইং গামও, হতে পারে ক্যানসার
গত ২৩ জুন নীতীশ কুমারের পৌরহিত্যে ১৫টি বিজেপি বিরোধী দলের বৈঠক আয়োজিত হয়েছিল পটনায়৷ যে বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা৷
advertisement
advertisement
বৈঠকের শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছিলেন, আগামী ১২ জুলাই শিমলায় বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক আয়োজিত হবে৷ এই বৈঠকে আসন সমঝোতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল৷

কিন্তু, এদিন কংগ্রেসের কে সি বেণুগোপালের তরফে একটি ট্যুইট করে জানানো হয়, ১২ জুলাই শিমলায় নয়, বৈঠক হচ্ছে আগামী ১৭ এবং ১৮ জুলাই, কর্ণাটকে৷
advertisement
আরও পড়ুন: চব্বিশে একসঙ্গে লড়বেন ‘মমতা-রাহুল’! জুলাইয়ে আসন সমঝোতা, নীতীশের বৈঠকে নয়া সমীকরণের ইঙ্গিত
তবে ২৩ জুন এবং ১৭ জুলাইয়ের মাঝে জাতীয় রাজনীতিতে বেশ কিছু ঘটনা ঘটে গেছে৷ আগের বৈঠকের শেষেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বিবৃতি প্রকাশ করে জানিযেছিল, পরবর্তী বৈঠকের আগে দিল্লির আমলা নিয়ন্ত্রণ নিয়ে কংগ্রেস তার অবস্থান স্পষ্ট না করলে পরের বৈঠকে যোগ দেওয়া তাদের পক্ষে কঠিন হবে৷
advertisement
অপরদিকে, মহারাষ্ট্রেও সাম্প্রতিক দফা নাটকে শক্তিক্ষয় হয়েছে এনসিপি নেতা শরদ পওয়ারের৷ ভাইপো অজিত পওয়ার প্রায় ৪০ বিধায়ক নিয়ে যোগ দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনার (একনাথ শিণ্ডে) সরকারে৷ আর বঙ্গে কংগ্রেসের অবস্থান নিয়ে ক্রমাগত তোপ দেগে চলেছেন মমতা-অভিষেক৷
সব মিলিয়ে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিরোধী জোট, আভাস মিলবে সতেরতেই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
July 03, 2023 3:30 PM IST