‘ওরা বাংলাকে টার্গেট করলে, আমরা ভারতকে টার্গেট করব’: মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি-র ফলাফলে একেবারেই যে তিনি ভিত নন, তা যেন স্পষ্ট হয়ে উঠল বৃহস্পতিবার এবিপি আনন্দকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ৷

#কলকাতা: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি-র ফলাফলে একেবারেই যে তিনি ভিত নন, তা যেন স্পষ্ট হয়ে উঠল বৃহস্পতিবার এবিপি আনন্দকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ৷ বাংলায় তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি যে কখনই আসতে পারবে না, তা সোজসাপটা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রকে উদ্দেশ্য করে তিনি সোজাসুজি জানালেন, ‘ওরা বাংলাকে টার্গেট করলে, আমরা ভারতকে টার্গেট করব !’
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি-র জয়ের পিছনে তিনি উত্তরপ্রদেশের বিজেপি বিরোধীদলের দুর্বল লড়াইয়ের ওপরই জোর দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘বাংলাকে টার্গেট করার ভাবনা, বিরোধীদের হতাশা থেকেই এসেছে ৷ ওরা অনেক নির্বাচনে হেরেছে ৷ বিহারে তো ধূলিসাৎ ! উত্তরপ্রদেশের ফলাফলকে ম্যাসিভ জয় বলব না ৷ বিরোধীরা ফাইট করতে পারেনি ৷’
advertisement
মমতার কথায়, ‘আমাদের সময় বিজেপি, কংগ্রেস, সিপিএম এক নাগাড়ে নালিশ করে যেত ৷ উত্তরপ্রদেশের বেলায় সবাই চুপ কেন? ওরা কীভাবে জিতেছে আমরা জানি ৷ বাংলা জায়গাটা অন্য ৷ বাংলা না হলে গতি নেই ৷ আসলে ওরা ২০১৯-এ আমাদের ভয় পাচ্ছে ৷ ওরা জানে বাংলাকে নেতৃত্ব দিতেই হবে ৷ আমরা টার্গেটেড এনিমি ৷ ওরা চাইছে বাংলার মধ্যে আমাদের রেখে দেবে ৷ বাংলাকে ভাতে মেরে, বাংলাকে পথ দেখাবে কেন্দ্র? আর এই স্বপ্ন পূরণের জন্য হিংসা, দাঙ্গা, মিথ্যাচারের সাহায্য নিচ্ছে কেন্দ্র ৷ ’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘ওরা বাংলাকে টার্গেট করলে, আমরা ভারতকে টার্গেট করব’: মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement