Mamata Banerjee on covid: ‘আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই,’ করোনা নিয়ে বৈঠকের পরে সতর্ক থাকার বার্তা মমতার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
প্রশাসন সূত্রের খবর, বর্তমানে করোনার যে স্ট্রেন ছড়াচ্ছে, তা ওমিক্রনের সাব ভারিয়্যান্ট। আশা করা হচ্ছে এই ওয়েভ তাড়াতাড়ি চলে যাবে।
কলকাতা: রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ জন৷ সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৪৭ জনে৷ গত ২৪ ঘণ্টায় ৫৩ জন করোনা মুক্ত হয়েছেন৷ কলকাতার বিডন স্ট্রিটের কাছে মাধব দাস লেনের বাসিন্দা এক ৪৮ বছর বয়সি পুরুষের মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার বিকেলে৷ বেলেঘাটা আইডি হাসপাতালে৷ এই পরিস্থিতিতে প্রশাসনেক করোনা প্রস্তুতি নিয়ে আজ, সোমবার নবান্নে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠক শেষে বার্তা দিলেন, ‘‘কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’’
এদিন মমতা বলেন, ‘‘যাঁদের কো-মরবিডিটি আছে, যাঁদের সর্দি-কাশি আছে তাঁরা ডক্টর দেখান৷ সরকারি হাসপাতালে চিকিৎসা করান তাহলে চিকিৎসার নাম করে বেশি টাকা খরচ হবে না। এখনই আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি না, এখনও সেই রকম অবস্থা হয়নি।’’
advertisement
advertisement
প্রশাসন সূত্রের খবর, বর্তমানে করোনার যে স্ট্রেন ছড়াচ্ছে, তা ওমিক্রনের সাব ভারিয়্যান্ট। আশা করা হচ্ছে এই ওয়েভ তাড়াতাড়ি চলে যাবে।
প্রসঙ্গত, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪৯১৷ সব থেকে বেশি আক্রান্ত কেরালায়, ১৯৫৭ জন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 09, 2025 4:25 PM IST