Couple Missing in Meghalaya: আড়ালে ৫ বছরের ছোট প্রেমিকের সঙ্গে চুটিয়ে প্রেম! রাত করে ফিরত বাড়িতে...কীভাবে স্বামীকে কুপিয়ে খুনের প্ল্যান! সামনে আসছে সব

Last Updated:
খুনের পর, সোনম পালিয়ে যায় এবং রাতে ঘুরে বেড়াতে থাকে। সে তার প্রেমিক রাজ এবং তার বন্ধুদের মধ্যপ্রদেশে ফেরত পাঠায়। সে এক সপ্তাহ ধরে পুলিশকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। রবিবার রাতে গাজিপুরের একটি ধাবা থেকে তাকে গ্রেফতার করা হয়।
1/8
ইনদওরের ২৯ বছর বয়সি ব্যবসায়ী রাজা রঘুবংশী এবং ২৫ বছরের সোনমের বিয়ে হয়েছিল গত ১১ মে। বিয়ের মাত্র ৯ দিন পরে, অর্থাৎ ২০ মে, ওই দম্পতি তাদের হানিমুনের জন্য মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কে জানত, এই রোম্যান্টিক ঘুরতে যাওয়ার পরিণতি এমন ভয়াবহ খুনের রহস্যে পরিণত হবে!
ইনদওরের ২৯ বছর বয়সি ব্যবসায়ী রাজা রঘুবংশী এবং ২৫ বছরের সোনমের বিয়ে হয়েছিল গত ১১ মে। বিয়ের মাত্র ৯ দিন পরে, অর্থাৎ ২০ মে, ওই দম্পতি তাদের হানিমুনের জন্য মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কে জানত, এই রোম্যান্টিক ঘুরতে যাওয়ার পরিণতি এমন ভয়াবহ খুনের রহস্যে পরিণত হবে!
advertisement
2/8
গত ২৩ মে মেঘালয়ে হানিমুন করতে ঝরনা দেখতে গিয়েছিল ওঁরা৷ ফ্রার পথেই নিখোঁজ৷ নিখোঁজ হওয়ার ১১ দিন পরে ওয়াইসেদং ঝরনার কাছে একটা খাদ থেকে উদ্ধার হয়েছিল ব্যবসায়ী রাজা রঘুবংশীর পচাগলা দেহ৷ তার পরেও খোঁজ ছিল না স্ত্রী সোনমের৷ অবশেষে, রবিবার রাতে যখন তাঁর খোঁজ মিলল, জানা গেল, গোটা হত্যাকাণ্ডের পিছনে সে-ই দায়ী৷ পুরনো প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে ষড়যন্ত্র করে হানিমুনে গিয়ে স্বামী রাজাকে কুপিয়ে খুন করিয়েছে সোনম৷
গত ২৩ মে মেঘালয়ে হানিমুন করতে ঝরনা দেখতে গিয়েছিল ওঁরা৷ ফ্রার পথেই নিখোঁজ৷ নিখোঁজ হওয়ার ১১ দিন পরে ওয়াইসেদং ঝরনার কাছে একটা খাদ থেকে উদ্ধার হয়েছিল ব্যবসায়ী রাজা রঘুবংশীর পচাগলা দেহ৷ তার পরেও খোঁজ ছিল না স্ত্রী সোনমের৷ অবশেষে, রবিবার রাতে যখন তাঁর খোঁজ মিলল, জানা গেল, গোটা হত্যাকাণ্ডের পিছনে সে-ই দায়ী৷ পুরনো প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে ষড়যন্ত্র করে হানিমুনে গিয়ে স্বামী রাজাকে কুপিয়ে খুন করিয়েছে সোনম৷
advertisement
3/8
পুলিশি তদন্তে জানা গেছে, বিয়ের আগে থেকেই রাজ কুশওয়াহার সাথে সোনমের সম্পর্ক ছিল। রাজ সোনমের চেয়ে ৫ বছরের ছোট। সোনম রঘুবংশীর পরিবারের প্লাইউডের ব্যবসা আছে। রাজ কুশওয়াহা সেই ফার্মে বিলিংয়ের কাজ করতেন। সোনমও বাবার ব্যবসা দেখতে অফিস যেতেন৷ সেখানেই প্রেম সোনম আর রাজের৷ বিয়ের পরেও রাজ আর সোনমের যোগাযোগ ছিল। সোনমদের বাড়ির কাছেই থাকত রাজ৷ পরে সে বাড়ি ভাড়া করে অন্যত্র চলে যায়৷ সোনমের মা-ও স্বীকার করেছেন, তাঁর মেয়ে রাত করে অফিস থেকে ফিরত৷ কিন্তু, রাজের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা তাঁরা কেউ জানত না বলে দাবি সোনমের মায়ের৷
পুলিশি তদন্তে জানা গেছে, বিয়ের আগে থেকেই রাজ কুশওয়াহার সাথে সোনমের সম্পর্ক ছিল। রাজ সোনমের চেয়ে ৫ বছরের ছোট। সোনম রঘুবংশীর পরিবারের প্লাইউডের ব্যবসা আছে। রাজ কুশওয়াহা সেই ফার্মে বিলিংয়ের কাজ করতেন। সোনমও বাবার ব্যবসা দেখতে অফিস যেতেন৷ সেখানেই প্রেম সোনম আর রাজের৷ বিয়ের পরেও রাজ আর সোনমের যোগাযোগ ছিল। সোনমদের বাড়ির কাছেই থাকত রাজ৷ পরে সে বাড়ি ভাড়া করে অন্যত্র চলে যায়৷ সোনমের মা-ও স্বীকার করেছেন, তাঁর মেয়ে রাত করে অফিস থেকে ফিরত৷ কিন্তু, রাজের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা তাঁরা কেউ জানত না বলে দাবি সোনমের মায়ের৷
advertisement
4/8
অতিরিক্ত ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ রাজেশ দন্ডোটিয়া জানিয়েছেন, সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা, বিশাল চৌহান, আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মি ইনদওরের নন্দবাগ এলাকায় থাকতেন। চারজনকেই হেফাজতে নেওয়া হয়েছে। মেঘালয় পুলিশ চারজনকেই জিজ্ঞাসাবাদ করছে।
অতিরিক্ত ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ রাজেশ দন্ডোটিয়া জানিয়েছেন, সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা, বিশাল চৌহান, আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মি ইনদওরের নন্দবাগ এলাকায় থাকতেন। চারজনকেই হেফাজতে নেওয়া হয়েছে। মেঘালয় পুলিশ চারজনকেই জিজ্ঞাসাবাদ করছে।
advertisement
5/8
সোনমের পরিবার খুবই কড়া৷ তাই বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও বয়সে ছোট এবং তাঁদের ফার্মের কর্মচারী রাজের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা বাড়িতে জানাননি সোনম৷ বরং, রাজের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে বিয়ের কেনাকেটা, ঘোরাঘুরি করেছেন৷ রাজের মায়েরা সঙ্গেও সম্পর্ক ভাল ছিল সোনমের৷ কিন্তু, অভিযোগ, পিছনে প্রেমিক রাজের সঙ্গে চলছিল স্বামীকে খুনের ষড়যন্ত্র৷
সোনমের পরিবার খুবই কড়া৷ তাই বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও বয়সে ছোট এবং তাঁদের ফার্মের কর্মচারী রাজের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা বাড়িতে জানাননি সোনম৷ বরং, রাজের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে বিয়ের কেনাকেটা, ঘোরাঘুরি করেছেন৷ রাজের মায়েরা সঙ্গেও সম্পর্ক ভাল ছিল সোনমের৷ কিন্তু, অভিযোগ, পিছনে প্রেমিক রাজের সঙ্গে চলছিল স্বামীকে খুনের ষড়যন্ত্র৷
advertisement
6/8
সোনম, রাজ এবং তাঁর তিন সঙ্গীকে তাঁদের মেঘালয় যাওয়ার তিন-চার দিন আগে গুয়াহাটিতে পাঠায়। গুয়াহাটি থেকে অভিযুক্তরা শিলং পৌঁছেছিল। পরিকল্পনা অনুসারে, তারা সোনম এবং রাজাকে অনুসরণ করছিল। তারপর ঝরনার ট্রেকের দিন ওদের একা পেয়ে রাজাকে খুন করে ও লাশ খাদে ফেলে দেয়৷
সোনম, রাজ এবং তাঁর তিন সঙ্গীকে তাঁদের মেঘালয় যাওয়ার তিন-চার দিন আগে গুয়াহাটিতে পাঠায়। গুয়াহাটি থেকে অভিযুক্তরা শিলং পৌঁছেছিল। পরিকল্পনা অনুসারে, তারা সোনম এবং রাজাকে অনুসরণ করছিল। তারপর ঝরনার ট্রেকের দিন ওদের একা পেয়ে রাজাকে খুন করে ও লাশ খাদে ফেলে দেয়৷
advertisement
7/8
 সূত্রের খবর, সোনম রাজের সাথে ক্রমাগত লোকেশন শেয়ার করছিলেন। রাজা রঘুবংশী তাঁর স্ত্রী সোনমকে নিয়ে কামাখ্যা দেবীর দর্শনের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরিবারের দাবি, তাদের দুজনেরই শিলং যাওয়ার কোনও পরিকল্পনা ছিল না। শোনা যাচ্ছে যে, সোনমের অনুরোধেই রাজা শিলং এবং চেরাপুঞ্জিতে গিয়েছিলেন।
সূত্রের খবর, সোনম রাজের সাথে ক্রমাগত লোকেশন শেয়ার করছিলেন। রাজা রঘুবংশী তাঁর স্ত্রী সোনমকে নিয়ে কামাখ্যা দেবীর দর্শনের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরিবারের দাবি, তাদের দুজনেরই শিলং যাওয়ার কোনও পরিকল্পনা ছিল না। শোনা যাচ্ছে যে, সোনমের অনুরোধেই রাজা শিলং এবং চেরাপুঞ্জিতে গিয়েছিলেন।
advertisement
8/8
খুনের পর, সোনম পালিয়ে যায় এবং রাতে ঘুরে বেড়াতে থাকে। সে তার প্রেমিক রাজ এবং তার বন্ধুদের মধ্যপ্রদেশে ফেরত পাঠায়। সে এক সপ্তাহ ধরে পুলিশকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। রবিবার রাতে গাজিপুরের একটি ধাবা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুনের পর, সোনম পালিয়ে যায় এবং রাতে ঘুরে বেড়াতে থাকে। সে তার প্রেমিক রাজ এবং তার বন্ধুদের মধ্যপ্রদেশে ফেরত পাঠায়। সে এক সপ্তাহ ধরে পুলিশকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। রবিবার রাতে গাজিপুরের একটি ধাবা থেকে তাকে গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
advertisement