Couple Missing in Meghalaya: আড়ালে ৫ বছরের ছোট প্রেমিকের সঙ্গে চুটিয়ে প্রেম! রাত করে ফিরত বাড়িতে...কীভাবে স্বামীকে কুপিয়ে খুনের প্ল্যান! সামনে আসছে সব
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
খুনের পর, সোনম পালিয়ে যায় এবং রাতে ঘুরে বেড়াতে থাকে। সে তার প্রেমিক রাজ এবং তার বন্ধুদের মধ্যপ্রদেশে ফেরত পাঠায়। সে এক সপ্তাহ ধরে পুলিশকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। রবিবার রাতে গাজিপুরের একটি ধাবা থেকে তাকে গ্রেফতার করা হয়।
advertisement
গত ২৩ মে মেঘালয়ে হানিমুন করতে ঝরনা দেখতে গিয়েছিল ওঁরা৷ ফ্রার পথেই নিখোঁজ৷ নিখোঁজ হওয়ার ১১ দিন পরে ওয়াইসেদং ঝরনার কাছে একটা খাদ থেকে উদ্ধার হয়েছিল ব্যবসায়ী রাজা রঘুবংশীর পচাগলা দেহ৷ তার পরেও খোঁজ ছিল না স্ত্রী সোনমের৷ অবশেষে, রবিবার রাতে যখন তাঁর খোঁজ মিলল, জানা গেল, গোটা হত্যাকাণ্ডের পিছনে সে-ই দায়ী৷ পুরনো প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে ষড়যন্ত্র করে হানিমুনে গিয়ে স্বামী রাজাকে কুপিয়ে খুন করিয়েছে সোনম৷
advertisement
পুলিশি তদন্তে জানা গেছে, বিয়ের আগে থেকেই রাজ কুশওয়াহার সাথে সোনমের সম্পর্ক ছিল। রাজ সোনমের চেয়ে ৫ বছরের ছোট। সোনম রঘুবংশীর পরিবারের প্লাইউডের ব্যবসা আছে। রাজ কুশওয়াহা সেই ফার্মে বিলিংয়ের কাজ করতেন। সোনমও বাবার ব্যবসা দেখতে অফিস যেতেন৷ সেখানেই প্রেম সোনম আর রাজের৷ বিয়ের পরেও রাজ আর সোনমের যোগাযোগ ছিল। সোনমদের বাড়ির কাছেই থাকত রাজ৷ পরে সে বাড়ি ভাড়া করে অন্যত্র চলে যায়৷ সোনমের মা-ও স্বীকার করেছেন, তাঁর মেয়ে রাত করে অফিস থেকে ফিরত৷ কিন্তু, রাজের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা তাঁরা কেউ জানত না বলে দাবি সোনমের মায়ের৷
advertisement
advertisement
সোনমের পরিবার খুবই কড়া৷ তাই বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও বয়সে ছোট এবং তাঁদের ফার্মের কর্মচারী রাজের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা বাড়িতে জানাননি সোনম৷ বরং, রাজের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে বিয়ের কেনাকেটা, ঘোরাঘুরি করেছেন৷ রাজের মায়েরা সঙ্গেও সম্পর্ক ভাল ছিল সোনমের৷ কিন্তু, অভিযোগ, পিছনে প্রেমিক রাজের সঙ্গে চলছিল স্বামীকে খুনের ষড়যন্ত্র৷
advertisement
advertisement
advertisement