Mamata Banerjee: আচমকা ব্রেক কষল কনভয়ের গাড়ি! কপালে সামান্য চোট পেলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

Mamata Banerjee: প্রশাসনিক সভা থেকে ফেরার পথে কপালে সামান্য আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: প্রশাসনিক সভা থেকে ফেরার পথে কপালে সামান্য আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বর্ধমানে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে সেখান থেকে হেলিকপ্টারে ফেরার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সড়ক পথেই ফেরেন মুখ্যমন্ত্রী।
কিন্তু জিটি রোডে ওঠার মুখে মুখ্যমন্ত্রীর গাড়ির চালক জোরে ব্রেক কষেন। গাড়ির চালকের পাশের আসনেই বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে কপালে সামান্য আঘাত পান মুখ্যমন্ত্রী। যদিও সেই আঘাত বড়সড় নয় বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, আপাতত কলকাতায় ফিরে আসছেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
প্রসঙ্গত, গতবছরই হেলিকপ্টার বিভ্রাটের জেরে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের প্রচার সেরে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরা যাওয়ার পথে দুর্যোগের কবলে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টা়র। জরুরি অবতরণের সময় মুখ্যমন্ত্রী চোট পান। বাঁ পায়ের লিগামেন্ট ও হিপ জয়েন্টে চোট পেয়েছেন তিনি।
জরুরি অবতরনের কারণে কপ্টার থেকে লাফিয়ে নামতে গিয়ে চোট পান তিনি। জরুরি ভিত্তিতে তাঁকে এসএসকেএমে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। পরে অস্ত্রোপচারও করতে হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: আচমকা ব্রেক কষল কনভয়ের গাড়ি! কপালে সামান্য চোট পেলেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement