Mamata Banerjee: আচমকা ব্রেক কষল কনভয়ের গাড়ি! কপালে সামান্য চোট পেলেন মুখ্যমন্ত্রী
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: প্রশাসনিক সভা থেকে ফেরার পথে কপালে সামান্য আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: প্রশাসনিক সভা থেকে ফেরার পথে কপালে সামান্য আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বর্ধমানে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে সেখান থেকে হেলিকপ্টারে ফেরার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সড়ক পথেই ফেরেন মুখ্যমন্ত্রী।
কিন্তু জিটি রোডে ওঠার মুখে মুখ্যমন্ত্রীর গাড়ির চালক জোরে ব্রেক কষেন। গাড়ির চালকের পাশের আসনেই বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে কপালে সামান্য আঘাত পান মুখ্যমন্ত্রী। যদিও সেই আঘাত বড়সড় নয় বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, আপাতত কলকাতায় ফিরে আসছেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
প্রসঙ্গত, গতবছরই হেলিকপ্টার বিভ্রাটের জেরে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের প্রচার সেরে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরা যাওয়ার পথে দুর্যোগের কবলে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টা়র। জরুরি অবতরণের সময় মুখ্যমন্ত্রী চোট পান। বাঁ পায়ের লিগামেন্ট ও হিপ জয়েন্টে চোট পেয়েছেন তিনি।
জরুরি অবতরনের কারণে কপ্টার থেকে লাফিয়ে নামতে গিয়ে চোট পান তিনি। জরুরি ভিত্তিতে তাঁকে এসএসকেএমে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। পরে অস্ত্রোপচারও করতে হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2024 3:48 PM IST