Mamata Banerjee in Time Magazine List of Influential Personalities: টাইম ম্যাগাজিনের একশো জন প্রভাবশালীর তালিকায় জায়গা পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

ভারতীয় হিসেবে এই তালিকায় জায়গা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সিরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনেওয়ালাও (Mamata Banerjee in Time Magazine List of Influential Personalities)৷

#কলকাতা: টাইম ম্যাগাজিনের (Time Magazine) বিচারে ২০২১ সালে গোটা বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Time Magazine List of Influential Personalities)৷ ভারতীয় হিসেবে এই তালিকায় জায়গা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং সিরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনেওয়ালাও৷ এ ছাড়াও তালিকায় স্থান পেয়েছেন গুগল শীর্ষ কর্তা ভারতীয় বংশোদ্ভুত সুন্দর পিচাই, অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং শাহিনবাগ আন্দোলনের মুখ বিলকিস বেগম৷ আজ, বুধবারই এই তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন৷
টাইম ম্যাগাজিনের (Time Magazine) এই তালিকায় যাঁরা স্থান পেয়েছেন, তাঁদের প্রত্যেকের বর্ণনা দিয়ে একটি করে প্রচ্ছদ প্রকাশ করা হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে টাইম ম্যাগাজিনে লেখা হয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিস্তারবাদের ইচ্ছাকে বিরুদ্ধে কার্যত একা দুর্গ হয়ে রুখে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee in Time Magazine List of Influential Personalities)৷
advertisement
ছ'টি বিভাগে বিশ্বের একশো জন প্রভাবশালীর তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন (Time Magazine)৷ বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের তালিকায় জায়গা পেয়েছেন তৃণমূলনেত্রী৷ এই তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আমেরিকার বর্তমান এবং প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং তালিবানদের শীর্ষ নেতা আব্দুল গনি বরাদরের মতো ব্যক্তিত্বরাও৷
advertisement
advertisement
টাইম ম্যাগাজিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি লিখেছেন সাংবাদিক বরখা দত্ত৷ জাতীয় স্তরে নরেন্দ্র মোদি বিরোধী কোনও জোট শেষ পর্যন্ত গঠিত হলে মমতাই যে তাতে কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন, এমনও দাবি করেছেন বরখা৷
মমতার সম্পর্কে টাইম ম্যাগাজিনে বরখা লিখেছেন, 'ভারতীয় রাজনীতিতে মমতাকে কখনওই কারও স্ত্রী, মা, মেয়ে বা সঙ্গী হিসেবে তুলে ধরতে হয়নি৷ চরম দারিদ্রের সঙ্গে যুঝতে নিজের পরিবারের জন্য একসময় স্টেনোগ্রাফার, দুধ বিক্রেতার ভূমিকাও পালন করেছেন তিনি৷ ' স্ট্রিট ফাইটার এবং নিজস্ব সত্ত্বাই মমতাকে পিতৃতান্ত্রিক সংস্কৃতিতে আলাদা পরিচয় তৈরি করতে সাহায্য করেছে বলেও লিখেছেন বরখা৷
advertisement
২০২৪ সালের লোকসভা নির্বাচনের দৌড়ে নরেন্দ্র মোদি বিরোধী মুখ হিসেবে গোটা দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ই সামনের সারিতে রয়েছেন৷ টাইম ম্যাগাজিনের এই স্বীকৃতি যে সেই লক্ষ্যে মমতাকে অনেকটাই এগিয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee in Time Magazine List of Influential Personalities: টাইম ম্যাগাজিনের একশো জন প্রভাবশালীর তালিকায় জায়গা পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement