Mamata Banerjee on Voter List: ‘বাবা-মায়ের বার্থ সাটিফিকেট দিতে হবে?,’ ভোটার তালিকা নিয়ে ভয়ঙ্কর অভিযোগ মমতার, বললেন, ‘NRCর থেকেও বিপদজনক’

Last Updated:

বিহারের ভোটার লিস্ট প্রসঙ্গ তুলে ধরে মমতা বলেন, ‘‘বিহারে আর তিন মাস ভোট বাকি। আসলে বাংলাকে টার্গেট করছে। বাংলার মানুষ, পরিযায়ী শ্রমিকদের টার্গেট করছে। ওরা ভেবেছে আমরা ভয় পাব। কমিশন বলতে পারে না একেবারে নতুন ভোটার লিস্ট। এর আগে হরিয়ানার ভোটার দিয়ে ভরিয়ে দিয়েছিল। ওরা ভেবেছে সবাইকে শ্রমিক। আসলে এর পেছনে বিজেপি। প্রচারকদের দিয়ে করানো হয়েছে৷’’

News18
News18
দিঘা: ভোটার লিস্টের ডিক্লারেশন ফর্ম নিয়ে চরম উষ্মাপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ সরাসরি কমিশনারকেই নিশানা করে তোপ৷ প্রশ্ন তুললেন, ‘‘বাবা-মায়ের বার্থ সাটিফিকেট দিতে হবে। এটা কী হচ্ছে?’’ রথ যাত্রার আগে গত বুধবারই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা৷ সেখান থেকেই এদিন সাংবাদিক বৈঠক করেন তিনি৷ বলেন, ‘‘কমিশন থেকে দুটো চিঠি দেওয়া হয়েছে। বিহারকে কেন্দ্র করে দেওয়া হয়েছে। যদিও এটা গোটা দেশের জন্য। ভোটার লিস্টে নাম তুলতে ডিক্লারেশন ফর্ম করেছে৷ ১৯৮৭ সাল থেকে নাকি কাউন্ট হবে না? আমার মাথায় কিছু ঢুকছে না। অভিষেকই তো জন্মেছে ১৯৮৭ সালের নভেম্বরে। মজাটা দেখুন। বাবা-মায়ের বার্থ সাটিফিকেট দিতে হবে। এটা কী হচ্ছে?’’ মমতা বলেন, ‘‘এটাই হল কমিশনের ডিক্লারেশন ফর্ম। এতে অনেক ঘাপলা আছে। এটাও একটা স্ক্যাম। ২’রা জুন এটা ওরা বাজারে ছেড়েছে৷’’
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে সম্প্রতি বিহারে নতুন করে ভোটার তালিকা তৈরি করছে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন বুথ লেভেল অফিসারেরা৷ জল্পনা, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গেও একই ভাবে শুরু হতে পারে নতুন ভোটার তালিকা তৈরির কাজ৷ তার আগেই ভোটার লিস্টে নাম তোলা বা ট্রান্সফার সংক্রান্ত ডিক্লেরেশন ফর্ম নিয়ে এই ভাবে তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
বিহারের ভোটার লিস্ট প্রসঙ্গ তুলে ধরে মমতা বলেন, ‘‘বিহারে আর তিন মাস ভোট বাকি। আসলে বাংলাকে টার্গেট করছে। বাংলার মানুষ, পরিযায়ী শ্রমিকদের টার্গেট করছে। ওরা ভেবেছে আমরা ভয় পাব। কমিশন বলতে পারে না একেবারে নতুন ভোটার লিস্ট। এর আগে হরিয়ানার ভোটার দিয়ে ভরিয়ে দিয়েছিল। ওরা ভেবেছে সবাইকে শ্রমিক। আসলে এর পেছনে বিজেপি। প্রচারকদের দিয়ে করানো হয়েছে৷’’
advertisement
তৃণমূলনেত্রী প্রশ্ন তোলেন, ‘‘যাঁরা প্রান্তিক মানুষ তাঁরা কী করে পাবেন মা-বাবার জন্ম সার্টিফিকেট? যাঁরা হকার বা প্রান্তিক কাজ করেন তারা পাবেন কী করে? সবাইয়ের পক্ষে তা সম্ভব নয়।’’ এরপরেই নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে মমতা বলেন, ‘‘আমি অনুরোধ করব ইসি’কে যথাযথ গাইডলাইন দিতে। যাতে মানুষের নাম অযথা বাদ না যায়। আসলে কি বাইরের লোক দিয়ে অনলাইনে রাজ্যে নাম বাড়ানোর ছক। আপনি হেরে যাচ্ছেন, তাই কি এই সব করা হচ্ছে? এটা NRC’র থেকেও বিপদজনক।’’
advertisement
জনগণকে সতর্ক করে মমতার বার্তা, ‘‘সব জনগণকে বলব, দেখছেন তো ইসি কী করছে? আপনারা ভোটার লিস্টে নাম আছে সেটা দেখে চুপ করে থাকবেন না। শেষ অবধি দেখবেন।’’
advertisement
মমতার অভিযোগ, ‘‘এটা গণতন্ত্রের জন্য খুব অ্যালার্মিং৷ এই কমিশনার আগে ছিল অমিত শাহের সেক্রেটারি। এখন তো দেশ চালায় অমিত শাহ। সাধারণ মানুষের বোঝার জন্য আমরা প্রচার করছি। যেখানে আটকাবে সেখানে তৃণমূল কংগ্রেস প্রচারে নামবে। দল রাস্তায় নামবে। আমি ব্যাটিং শুরু করেছি। অন্য রাজ্য বোলিং করবে৷ ’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Voter List: ‘বাবা-মায়ের বার্থ সাটিফিকেট দিতে হবে?,’ ভোটার তালিকা নিয়ে ভয়ঙ্কর অভিযোগ মমতার, বললেন, ‘NRCর থেকেও বিপদজনক’
Next Article
advertisement
Surat Water Tank Collapse: জলেই গেল ২১ কোটি টাকা! সুরাতে ভেঙে পড়ল বিশাল জলের ট্যাঙ্ক, ৭জন গ্রেফতার
জলেই গেল ২১ কোটি টাকা! সুরাতে ভেঙে পড়ল বিশাল জলের ট্যাঙ্ক, ৭জন গ্রেফতার
  • ওয়াটার রিজার্ভ প্রোজেক্টে পরীক্ষা-নিরিক্ষা করার সময় তা ভেঙে পড়ে

  • ঠিকাদার, কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

  • ১১ লক্ষ লিটার জল ধারণের ক্ষমতার জন্য নির্মিত হয়েছিল এই ওয়াটার প্ল্যান্ট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement