New York Mayor: ট্রাম্পের টার্গেটে...এই ‘১০০% পাগল কমিউনিস্ট’! নিউ ইয়র্কের মেয়র হওয়ার পথে মীরা নায়ারের ছেলে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ডেমোক্র্যাটিক সোশালিস্ট পার্টি অফ আমেরিকার প্রার্থী জোহরান মঙ্গলবার রাতে অপর প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পিছনে ফেলে নিউ ইয়র্কের মেয়র হওয়ার নির্বাচনের প্রাথমিক পর্বে জয়ী হয়েছেন৷ যদি শেষ দৌড়েও মামদানি জয়ী হন তাহলে তিনি হবেন নিউ য়র্কের প্রথম বাদামি মুসলিম মেয়র৷
নিউ ইয়র্ক: আরও এক ইতিহাসের মুখোমুখি হতে চলেছে আমেরিকা৷ খুব বড় কোনও অঘটন না ঘটলে নিউ ইয়র্ক পেতে চলেছে তার প্রথম ব্রাউন মুসলিম এবং কমিউনিস্ট মেয়র৷ আর অদ্ভুত ভাবে এই প্রার্থীর সঙ্গে যোগ রয়েছে ভারতেরও৷ নাম, জোহরান মামদানি৷ জোহরান পদ্ম পুরস্কার প্রাপ্ত চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে৷ তাঁর বাবার শিকড়ও লুকিয়ে রয়েছে ভারতের গুজরাতে৷
advertisement
কিন্তু, বিষয়টা এই পর্যন্তই থেমে থাকল না৷ নিউ ইয়র্কের মেয়র হওয়ার দৌড়ের প্রাথমিক পর্বে জয় পাওয়ার পরেই ডেমোক্র্যাট প্রার্থী জোহরানকে ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় মামদানির বিরুদ্ধে একের পর এক অসম্মানসূচক মন্তব্য করে পোস্ট করে চলেছেন ট্রাম্প৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement