Digha Jagannatha Rath yatra: রথযাত্রা ঘিরে লোকে লোকারণ্য...পৌঁছে গিয়েছেন মমতাও, বিশেষ দায়িত্বে রাজ্যের পাঁচ মন্ত্রী

Last Updated:

বুধবার দিঘায় পৌঁছে দফায় দফায় প্রস্তুতি নিয়ে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তের প্রস্তুতিতে বেশ কিছু নির্দেশও দিয়েছেন তিনি। সেই নির্দেশ মেনে পাঁচ মন্ত্রী বুধবার অনেক রাত পর্যন্ত টানা কাজ করে গিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে ফের তদারকিতে নেমে পড়েছেন তাঁরা। বিরাট কর্মকাণ্ডে বিদ্যুৎব্যবস্থা যথাযথ রাখতে সকাল থেকে ছুটছেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷ প্রয়োজনে বৈঠক করছেন, নির্দেশ দিচ্ছেন৷

News18
News18
দিঘা: জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে প্রথম বার রথযাত্রা দিঘায়। বিরাট কর্মযজ্ঞ। গোটা বিষয়টির তত্ত্বাবধানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন সব ঠিক আছে কি না। এই কর্মযজ্ঞ যাতে ত্রুটিহীনভাবে সম্পন্ন হয়, তার জন্য ৫ মন্ত্রীকে বিশেষ দায়িত্ব দিয়ে দিঘা পাঠিয়েছেন আগেই। নির্দেশ মেনে মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, পুলক রায় এবং স্নেহাশিস চক্রবর্তী গত বুধবারই ঘাঁটি গেড়েছেন দিঘায়।
দিঘায় জগন্নাথ মন্দির সমস্ত মহলের নজর টানতে শুরু করেছে ইতিমধ্যেই। আগামিকাল রথযাত্রার অনুষ্ঠান। তার আগে আজ মন্দির খুলে দেওয়া হচ্ছে। বুধবার থেকে অতিথিরা চলে এসেছেন দিঘায়। দিঘায় এখন উৎসবের মেজাজ। পরিবহণ থেকে জলের ব্যবস্থা। দমকল থেকে মেডিক্যাল সাপোর্ট— সবদিকেই নজর রাখছেন এই পাঁচ মন্ত্রী।
advertisement
advertisement
বুধবার দিঘায় পৌঁছে দফায় দফায় প্রস্তুতি নিয়ে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তের প্রস্তুতিতে বেশ কিছু নির্দেশও দিয়েছেন তিনি। সেই নির্দেশ মেনে পাঁচ মন্ত্রী বুধবার অনেক রাত পর্যন্ত টানা কাজ করে গিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে ফের তদারকিতে নেমে পড়েছেন তাঁরা। বিরাট কর্মকাণ্ডে বিদ্যুৎব্যবস্থা যথাযথ রাখতে সকাল থেকে ছুটছেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷ প্রয়োজনে বৈঠক করছেন, নির্দেশ দিচ্ছেন৷
advertisement
দমকলমন্ত্রী সুজিত বসু আগাম সাবধানতা মাথায় রেখে ১৫টি অতিরিক্ত ইঞ্জিন জগন্নাথধামে রেখেছেন৷ জলের ব্যবস্থা গুরুত্বপূর্ণ৷ কোনও ফাঁক রাখছেন না মন্ত্রী পুলক রায়৷ অতিথি–অভ্যাগতদের যাতায়াতের পাশাপাশি সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে নজর রাখছেন স্নেহাশিস চক্রবর্তী৷ মন্দিরের ধ্বজা লাগানো থেকে রথযাত্রার ত্রুটিহীন ব্যবস্থা রাখতে তীক্ষ্ণ নজর ছিল সকলের। সবথেকে বড় কথা— মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল এই নয় দিনের কর্মসূচি করতে গিয়ে জনজীবন যেন অচল না হয়ে পড়ে। সে-দিকেও খেয়াল রাখতে হয়েছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ্মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে কাজ করতে বলছেন আমরা সেভাবেই এখানে দায়িত্ব পালন করছি। আশা করছি নিখুঁতভাবেই সবটা উতরে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Digha Jagannatha Rath yatra: রথযাত্রা ঘিরে লোকে লোকারণ্য...পৌঁছে গিয়েছেন মমতাও, বিশেষ দায়িত্বে রাজ্যের পাঁচ মন্ত্রী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement