Shubhanshu Shukla: মহাকাশে গিয়ে ঠিক কী করবেন শুভাংশু শুক্লারা? উড়ানের পরেই ভারতীয় মহাকাশচারীর প্রথম বার্তা
- Reported by:Sanhyik Ghosh
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
১৪ দিন তাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। সেখানে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন তাঁরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা ১ মিনিট নাগাদ শুভাংশুদের নিয়ে উড়ান নেয় স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’-এর।
সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা৷ প্রযুক্তিগত জটিলতা, তার উপরে আবহাওয়ার বাধা৷ আন্তর্জাতিক সমন্বয়ের মধ্য দিয়ে অবশেষে আজ, বুধবার দুপুর ১২:০১ (ভারতীয় সময়)-এ মহাকাশের উদ্দেশে সফলভাবে রওনা দিয়েছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং অ্যাক্সিয়ম-৪ মিশনের অন্যান্য সদস্যরা। X-4 মিশনটি নাসা, ইসরো এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার সহযোগিতায় একটি বেসরকারি সংস্থা অ্যাক্সিওম স্পেস পরিচালনা করছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ড্রাগন মহাকাশযান থেকে ভারতীয় মহাকাশচারী বলেন, "আমরা প্রতি সেকেন্ডে ৭.৫ কিমি বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছি। আমার কাঁধে ভারতীয় তেরঙা৷ এই তেরঙা আমায় বলছে, আমি আপনাদের সকলের সঙ্গে আছি৷ আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুধু একা আমি যাচ্ছি না, বরং এটা ভারতের উড়ান৷ আমি চাই আপনারা প্রত্যেকে এই সফরের অংশ হোন৷"
advertisement
আন্তর্জাতিক স্পেস স্টেশনের (ISS) উদ্দেশ্যে ভারতের প্রথম বেসরকারি মহাকাশচারী শুভাংশু শুক্লার যাত্রা শেষমেশ নিশ্চিত হলেও, অ্যাক্সিয়ম স্পেস-এর চতুর্থ মানববাহী মিশন ‘Axiom-4’ বারবার পিছিয়েছে নানা প্রযুক্তিগত এবং পরিবেশগত জটিলতায়। ২৯ মে থেকে ২২ জুন পর্যন্ত সাতবার পিছিয়েছে লঞ্চ। শেষে ২৫ জুন স্বপ্নের উড়ান৷
advertisement









