Shubhanshu Shukla: মহাকাশে গিয়ে ঠিক কী করবেন শুভাংশু শুক্লারা? উড়ানের পরেই ভারতীয় মহাকাশচারীর প্রথম বার্তা

Last Updated:
১৪ দিন তাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। সেখানে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন তাঁরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা ১ মিনিট নাগাদ শুভাংশুদের নিয়ে উড়ান নেয় স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’-এর।
1/8
সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা৷ প্রযুক্তিগত জটিলতা, তার উপরে আবহাওয়ার বাধা৷ আন্তর্জাতিক সমন্বয়ের মধ্য দিয়ে অবশেষে আজ, বুধবার দুপুর ১২:০১ (ভারতীয় সময়)-এ মহাকাশের উদ্দেশে সফলভাবে রওনা দিয়েছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং অ্যাক্সিয়ম-৪ মিশনের অন্যান্য সদস্যরা। X-4 মিশনটি নাসা, ইসরো এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার সহযোগিতায় একটি বেসরকারি সংস্থা অ্যাক্সিওম স্পেস পরিচালনা করছে।
সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা৷ প্রযুক্তিগত জটিলতা, তার উপরে আবহাওয়ার বাধা৷ আন্তর্জাতিক সমন্বয়ের মধ্য দিয়ে অবশেষে আজ, বুধবার দুপুর ১২:০১ (ভারতীয় সময়)-এ মহাকাশের উদ্দেশে সফলভাবে রওনা দিয়েছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং অ্যাক্সিয়ম-৪ মিশনের অন্যান্য সদস্যরা। X-4 মিশনটি নাসা, ইসরো এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার সহযোগিতায় একটি বেসরকারি সংস্থা অ্যাক্সিওম স্পেস পরিচালনা করছে।
advertisement
2/8
Falcon 9 রকেটের মাধ্যমে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই ঐতিহাসিক উৎক্ষেপণ সম্পন্ন হয়। মহাকাশযানটি বৃহস্পতিবার, ২৬ জুন বিকেল ৪:৩০ (ভারতীয় সময়) আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবে এবং ডকিং সম্পন্ন হবে।
Falcon 9 রকেটের মাধ্যমে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই ঐতিহাসিক উৎক্ষেপণ সম্পন্ন হয়। মহাকাশযানটি বৃহস্পতিবার, ২৬ জুন বিকেল ৪:৩০ (ভারতীয় সময়) আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবে এবং ডকিং সম্পন্ন হবে।
advertisement
3/8
চার সদস্যের অভিযানের কম্যান্ডার হিসাবে নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নভশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুইটসন। এ ছাড়াও থাকছেন পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।
চার সদস্যের অভিযানের কম্যান্ডার হিসাবে নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নভশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুইটসন। এ ছাড়াও থাকছেন পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।
advertisement
4/8
Axiom-4 মিশনের পাইলটের দায়িত্বে রয়েছেন ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা৷ উৎক্ষেপণের পরে বর্তমানে ক্রুদের সাথে, প্রতি সেকেন্ডে ৭.৫ কিমি বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছেন শুক্লারা।
Axiom-4 মিশনের পাইলটের দায়িত্বে রয়েছেন ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা৷ উৎক্ষেপণের পরে বর্তমানে ক্রুদের সাথে, প্রতি সেকেন্ডে ৭.৫ কিমি বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছেন শুক্লারা।
advertisement
5/8
মহাকাশ গবেষণাকেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার ১০ মিনিট পরে প্রথম বার্তায় শুক্লা জানান, তাঁর কাঁধে ভারতের তেরঙা পতাকা৷ প্রথম বার্তায় শুক্লা বলেন, ‘‘নমস্কার, আমার প্রিয় দেশবাসী, আমরা ৪১ বছর পর মহাকাশে পৌঁছেছি। এটা একটা দুর্দান্ত সফর ছিল৷’’
মহাকাশ গবেষণাকেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার ১০ মিনিট পরে প্রথম বার্তায় শুক্লা জানান, তাঁর কাঁধে ভারতের তেরঙা পতাকা৷ প্রথম বার্তায় শুক্লা বলেন, ‘‘নমস্কার, আমার প্রিয় দেশবাসী, আমরা ৪১ বছর পর মহাকাশে পৌঁছেছি। এটা একটা দুর্দান্ত সফর ছিল৷’’
advertisement
6/8
ড্রাগন মহাকাশযান থেকে ভারতীয় মহাকাশচারী বলেন,
ড্রাগন মহাকাশযান থেকে ভারতীয় মহাকাশচারী বলেন, "আমরা প্রতি সেকেন্ডে ৭.৫ কিমি বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছি। আমার কাঁধে ভারতীয় তেরঙা৷ এই তেরঙা আমায় বলছে, আমি আপনাদের সকলের সঙ্গে আছি৷ আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুধু একা আমি যাচ্ছি না, বরং এটা ভারতের উড়ান৷ আমি চাই আপনারা প্রত্যেকে এই সফরের অংশ হোন৷"
advertisement
7/8
আন্তর্জাতিক স্পেস স্টেশনের (ISS) উদ্দেশ্যে ভারতের প্রথম বেসরকারি মহাকাশচারী শুভাংশু শুক্লার যাত্রা শেষমেশ নিশ্চিত হলেও, অ্যাক্সিয়ম স্পেস-এর চতুর্থ মানববাহী মিশন ‘Axiom-4’ বারবার পিছিয়েছে নানা প্রযুক্তিগত এবং পরিবেশগত জটিলতায়। ২৯ মে থেকে ২২ জুন পর্যন্ত সাতবার পিছিয়েছে লঞ্চ। শেষে ২৫ জুন স্বপ্নের উড়ান৷
আন্তর্জাতিক স্পেস স্টেশনের (ISS) উদ্দেশ্যে ভারতের প্রথম বেসরকারি মহাকাশচারী শুভাংশু শুক্লার যাত্রা শেষমেশ নিশ্চিত হলেও, অ্যাক্সিয়ম স্পেস-এর চতুর্থ মানববাহী মিশন ‘Axiom-4’ বারবার পিছিয়েছে নানা প্রযুক্তিগত এবং পরিবেশগত জটিলতায়। ২৯ মে থেকে ২২ জুন পর্যন্ত সাতবার পিছিয়েছে লঞ্চ। শেষে ২৫ জুন স্বপ্নের উড়ান৷
advertisement
8/8
১৪ দিন তাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। সেখানে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন তাঁরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা ১ মিনিট নাগাদ শুভাংশুদের নিয়ে উড়ান নেয় স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’-এর।
১৪ দিন তাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। সেখানে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন তাঁরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা ১ মিনিট নাগাদ শুভাংশুদের নিয়ে উড়ান নেয় স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’-এর।
advertisement
advertisement
advertisement