Mamata Banerjee: বিধায়ক জ্যেঠুকে ভাইঝির জোর ধমক, ধরনা মঞ্চে হেসে ফেললেন মমতা
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
নির্মল যখন মঞ্চে তখন নীচে হাজির তাঁর 'ভাইঝি'। পূজা চক্রবর্তী নামে ওই তরুণীর পরিচয়, তিনি পানিহাটি পুরসভার কাউন্সিলরও।
কলকাতা: মঞ্চে তখন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সামনে স্বভাবতই যতটা সম্ভব সংযত আচরণ করেন তৃণমূলের যে কোনও স্তরের নেতা৷ বুধবার রেড রোডে মুখ্যমন্ত্রী ধরনা শুরু করার পর মঞ্চে দলের একাধিক বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীরাও ছিলেন৷ তাঁদের মধ্যেই ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ৷
কিন্তু নির্মল যখন মঞ্চে তখন নীচে হাজির তাঁর 'ভাইঝি'। পূজা চক্রবর্তী নামে ওই তরুণীর পরিচয়, তিনি পানিহাটি পুরসভার কাউন্সিলরও। মমতার সামনেই মঞ্চের নীচ থেকে দলনেত্রীর সঙ্গে জ্যেঠু অর্থাৎ নির্মল ঘোষের ছবি তোলার অনুরোধ করেন পূজা৷ কিন্তু দলনেত্রী কী বলবেন, তা ভেবে প্রথমে বিষয়টিতে রাজি হননি পানিহাটির প্রবীণ বিধায়ক৷ কিন্তু মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও পূজা নাছোড়৷ মঞ্চের নীচ থেকেই নির্মলবাবুকে রীতিমতো ধমক দেন তিনি৷ জ্যেঠু- ভাইঝির এই কথোপকথন ততক্ষণে চোখে পড়ে গিয়েছে মমতারও৷ আর তা দেখে হেসেই ফেলেন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
ব্যস, এর পরে পূজার ইচ্ছেপূরণে সমস্যা হয়নি৷ পূজার আবদার মেনে পানিহাটির বিধায়কের সঙ্গে ছবি তোলেন মমতা৷ মঞ্চের নীচ থেকে পূজাই সেই ছবি মোবাইল বন্দি করেন৷ বাড়তি পাওনা হিসেবে কয়েক মুহূর্তের ভিডিও রেকর্ড করে নেন তিনি৷
advertisement
ছবি পর্বের পর পূজার মুখে তখন যুদ্ধ জয়ের হাসি৷ তৃণমূল কাউন্সলির জানালেন, জ্যেঠু বলে ডাকলেও আসলে নির্মলবাবুর সঙ্গে তাঁর রক্তের সম্পর্ক নয়৷ ক্লাস ইলেভেনে পড়ার সময় নির্মল বাবুর সঙ্গে পরিচয় হয় পূজার৷ এর পরেই ধীরে ধীরে রাজনীতিতে আগ্রহ বাড়ে তাঁর৷ তখন থেকেই নির্মলবাবুকে জ্যেঠু বলে সম্বোধন করতেন তিনি৷ সেই ভালবাসার টানেই পানিহাটির বিধায়কের সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি ক্যামেরা বন্দি করতে চেয়েছিলেন পূজা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata
First Published :
Mar 29, 2023 10:39 PM IST







