হোম /খবর /কলকাতা /
অস্ত্র রাহুলের শাস্তি, শুভেন্দুকে প্যাঁচ ফেলতে বড় নির্দেশ দিলেন অভিষেক

Abhishek Banerjee: অস্ত্র রাহুলের শাস্তি, শুভেন্দুকে প্যাঁচ ফেলতে বড় নির্দেশ দিলেন অভিষেক

রাহুলের শাস্তিই এবার অভিষেকের হাতিয়ার।

রাহুলের শাস্তিই এবার অভিষেকের হাতিয়ার।

এ দিন প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব ছিলেন অভিষেক৷ বিশেষত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে সরব হন অভিষেক৷

  • Share this:

কলকাতা: কিছুদিন আগে ত্রিপুরা, মেঘালয়ে ভোট প্রচারে গিয়েও রাহুল গান্ধি সহ কংগ্রেস নেতৃত্বকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের পর থেকেই বদলে গিয়ে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যের রাজনৈতিক অঙ্ক৷ এ দিন শহিদ মিনার ময়দানে দলের ছাত্র যুব সংগঠনের সভাতেও সেই ইঙ্গিত আরও স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শুধু তাই নয়, রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের সিদ্ধান্তকে হাতিয়ার করে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করার জন্য দলের লিগাল সেলকে নির্দেশ দিলেন অভিষেক৷

অভিষেক এ দিন বলেন, 'তিন দিন আগে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়েছে৷ রাহুল গান্ধি বলে নয়৷ অন্য কেউ হলেও একই ভাবে পাশে দাঁড়াতাম৷ রাহুল গান্ধি যা বলেছিলেন, তাকে হয়তো আমি সমর্থন করি না৷ কারও ভাবাবেগে আঘাত করতে চাই না৷ কিন্তু একটা মন্তব্যের জন্য যদি রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল হয়, তাহলে বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দিদি ও দিদি' বলে কটাক্ষ করার জন্য নরেন্দ্র মোদির বিরুদ্ধে কেন মামলা হবে না? তিনি তো বাংলার সব মা বোনেদের অপমান করেছিলেন৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন 'বীরবাহা হাঁসদাকে জুতার তলায় রাখি৷' তাহলে কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা হবে না, তাঁর বিধায়ক পদ খারিজ হবে না? সুরাতের আদালতে যে আইনে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয় সেই আইন তো পশ্চিমবাংলাতেও কার্যকর৷ আমি দলের লিগাল সেলকে বলছি, রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের উদাহরণ দিয়ে এক মাসের মধ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পিটিশন তৈরি করে আদালতে জমা করতে হবে৷ তার পর দেখি বিচার ব্যবস্থা স্বাধীন কি না!'

আরও পড়ুন: সারদা কাণ্ডে মদন-কুণালদের কী বলে চাপ? শহিদ মিনারের সভায় বিস্ফোরক দাবি অভিষেকের

এ দিন প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব ছিলেন অভিষেক৷ বিশেষত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে সরব হন অভিষেক৷ শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগদানের পর থেকেই তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ চলছে৷ এ দিন রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের সিদ্ধান্তকে হাতিয়ার করে ফের একবার শুভেন্দু অধিকারীকে আইনি চাপে ফেলার চেষ্টা করলেন অভিষেক৷

কয়েক মাস আগে রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন৷ সেই ঘটনায় চাপে পড়ে শাসক দল৷ পাল্টা শুভেন্দু অধিকারীর একটি পুরনো মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আনে তৃণমূল৷ সেই ভিডিওতে শুভেন্দু অধিকারীকে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার নাম করে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে৷ এ দিন মন্তব্যকেই ফের সামনে নিয়ে এলেন অভিষেক৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Abhishek Banerjee, Rahul Gandhi, Suvendu Adhikari