Abhishek Banerjee: সারদা কাণ্ডে মদন-কুণালদের কী বলে চাপ? শহিদ মিনারের সভায় বিস্ফোরক দাবি অভিষেকের

Last Updated:

এ দিন অভিষেক দাবি করেন, সারদা কাণ্ডের সময় থেকেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি৷

কুণাল- মদনকে দিয়ে তাঁর নাম বলানোর চেষ্টা করেছে ইডি-সিবিআই, দাবি অভিষেকের৷
কুণাল- মদনকে দিয়ে তাঁর নাম বলানোর চেষ্টা করেছে ইডি-সিবিআই, দাবি অভিষেকের৷
কলকাতা: মদন মিত্র, কুণাল ঘোষরা যখন সারদা মামলায় কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে ছিলেন, তখন তাঁদের মুখ দিয়ে তাঁর নাম বের করার জন্য চাপ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এ দিন শহিদ মিনারে তৃণমূলের ছাত্র- যুবদের সভায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
এ দিন অভিষেক দাবি করেন, সারদা কাণ্ডের সময় থেকেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি৷ কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অবশ্য এ দিনও দাবি করেছেন, গোটাটাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত৷ নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন অভিষেক৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'তিন বছর হয়ে গেল মুখ দিয়ে অভিষেক বেরোয়নি, কী জ্বালা, কী ভয়!'
advertisement
advertisement
এর পরেই সারদা কাণ্ডের প্রসঙ্গ টানেন কুণাল। বর্তমান তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সারদা কাণ্ডে দীর্ঘদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে ছিলেন। এ দিন মঞ্চে বসা কামারহাটির বিধায়ককে দেখিয়ে অভিষেক বলেন, এই তো মদন মিত্র বসে আছেন। যখন আটকে রেখেছিল, তখন বার বার বলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলুন ছেড়ে দেব৷ মদনের দিকে তাকিয়ে অভিষেক জিজ্ঞেসও করেন, 'কী বলত না?' অভিষেকের কথায় সম্মতি জানান মদন৷
advertisement
এ দিনও অভিষেক বার বার দাবি করেছেন, দুর্নীতি ইস্যুতে তৃণমূল কঠোর অবস্থান নিয়েছে৷ পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে সাসপেন্ড করার কথাও মনে করিয়ে দিয়েছেন৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'তৃণমূল একমাত্র দল যারা দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে৷ ভারতবর্ষের আর কোনও দল পারবে? আমার পিছনে ইডি, সিবিআই লাগাতে হবে না৷ নারদা, সারদা, গরু, পাচার, কয়লা পাচার, কোথাও যদি আমার নাম প্রমাণিত হয়, তাহলে এই শহিদ মিনারে নিজে এসে মৃত্যুবরণ করব৷'
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee: সারদা কাণ্ডে মদন-কুণালদের কী বলে চাপ? শহিদ মিনারের সভায় বিস্ফোরক দাবি অভিষেকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement