কলকাতা: মণিপুরে উদ্ভুত পরিস্থিতি নিয়ে একই সঙ্গে উপদ্রুত এলাকার মানুষের জন্য সহানুভূতি ও প্রশাসন ও কেন্দ্রের প্রতি তীব্র সমালোচনা ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মণিপুরে উদ্ভুত সমস্যাকে ম্যান মেড বলেও উল্লেখ করলেন তিনি৷ আগেই তিনি বলেছিলেন, নির্বাচনকে দূরে সরিয়ে রেখে আগে সমস্যার সমাধান করা উচিত৷ আসলে নাম করেও কর্নাটক নির্বাচনের প্রচারে ব্যস্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছিলেন তিনি৷
মণিপুরে এখনও পর্যন্ত অনেকের মৃত্যুর খবর এসেছে৷ সে রাজ্যের প্রশাসন ‘দেখা মাত্র গুলি করার’ নির্দেশ দিয়েছে৷ তার পর থেকেই মৃত্যুর খবর সঠিক ভাবে পাওয়া যাচ্ছে না বলেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন৷ তিনি সেই সঙ্গে মণিপুরে আটকে পড়া বাঙালিদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বরের কথাও এদিন মনে করিয়ে দেন তিনি৷
আরও পড়ুন – ‘মোকা’ আতঙ্কের মধ্যেও রাজ্যে অন্য মারাত্মক বিপদ? প্রকৃতির খামখেয়ালে তোলপাড়ের আশঙ্কা
পাশাপাশি তিনি বলেন, ‘এখনও পর্যন্ত ৬৮ জন ছাত্র ইম্ফলে আটকে রয়েছে৷ আমরা আজ ১৮ জনকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি৷ আমরা সবাইকে যাতে ফিরিয়ে আনতে পারি, তার চেষ্টা চালাচ্ছি৷ এ ছাড়া মণিপুর থেকে আসার পথে, আমরা অন্য রাজ্যের বাসিন্দাদের ট্রানজিট দেওয়া হচ্ছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে৷ এখানে থাকার ব্যবস্থাও করা হচ্ছে৷’’
এর পরেই কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ভোটের আগে সবরকম প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ভোটের পর দেখা যায় রক্তের বন্যা৷ মণিপুরে বিজেপি শাসন ক্ষমতায়৷ সেই দৃষ্টান্ত তুলে ডবল ইঞ্জিন শব্দবন্ধকে বিজেপির বিরুদ্ধে কটাক্ষে ব্যবহার করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, কেউ কোনওরকম কথা বলছে এ নিয়ে৷ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনওরকম কোনও প্রতিক্রিয়া আসেনি বলেও তিনি বলেন৷ পাশাপাশি তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়েও ঘুরিয়ে সমালোচনা করেন কেন্দ্রকে৷ বলেন, ‘বাংলায় ১৫১টা টিম পাঠিয়েছে কেন্দ্র, কিন্তু মণিপুরে একটাও না৷’
মমতা শেষে এ কথাও বলেন, মণিপুরের জন্য তাঁর হৃদয় কাঁদে৷ তিনি অন্তর থেকে মণিপুরের মানুষের পরিস্থিতির জন্য ব্যথিত৷ তিনি উল্লেখ করেন, উত্তরপূর্বের সাতটি রাজ্য ভারতের সম্পদ৷ সেই রাজ্যে অশান্তি ছড়ালে তাঁর মন কাঁদে৷ তিনি আশা প্রকাশ করেন, যাতে দ্রুত মণিপুর স্বাভাবিক পরিস্থিতিতে পৌঁছে যেতে পারে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Manipur