Mamata Banerjee: চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে, কালীঘাটের বাড়ি থেকেই পুজোর উদ্বোধন করতে পারেন মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বাড়ি থেকে পুজোর উদ্বোধন করবেন ধরে নিয়েই প্রস্তুতি নিতে শুরু করেছ রাজ্য প্রশাসন৷
কলকাতা: অন্যান্য বছর মহালয়ার পর থেকেই দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতা থেকে শুরু করে শহরতলিতে ছুটে যান তিনি৷ এবারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা পুজোর উদ্বোধনের তালিকা ছিল দীর্ঘ৷
কিন্তু পায়ে চোটের কারণে বর্তমানে চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই বিশ্রামে থাকতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ সূত্রের খবর, এবার কালীঘাট এর বাড়ি থেকেই প্রথম পর্যায়ে দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়ালি করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
বাড়িতে বিশ্রামে আছেন বলেই আগামী ১২ অক্টোবর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে৷ সেই বৈঠকের পরই ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করতে পারেন বলে খবর৷
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বাড়ি থেকে পুজোর উদ্বোধন করবেন ধরে নিয়েই প্রস্তুতি নিতে শুরু করেছ রাজ্য প্রশাসন৷ প্রথম পর্যায়ে মূলত জেলার পুজোগুলির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী৷
advertisement
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গে গিয়ে মাঝআকাশে দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ জরুরি অবতরণ করার পর হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে এবং কোমরে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেই চোটই ভোগাচ্ছে তাঁকে৷ সম্প্রতি বিদেশ থেকে ফেরার পর তাই মুখ্যমনন্ত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2023 6:51 PM IST