Kolkata metro Rail || Madhyamik Examination: মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে অতিরিক্ত ট্রেন, কোন কোন সময়ে মিলবে মেট্রো, দেখে নিন এক ঝলকে

Last Updated:

শনিবারও চলবে অতিরিক্ত মেট্রো। জেনে নিন সময়সূচি। 

কলকাতা: আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে কম বেশি নার্ভাস সকলেই। ঘুম ছুটেছে অভিভাবকদেরও। পরীক্ষার এই দিনগুলোয় পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কোনওরকমের সমস্যার মুখে না পড়তে হয়, তা নিয়ে নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা নিয়ে প্রশাসন। এবার পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষও।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে বিশেষ উদ্যোগ। পরীক্ষা চলাকালীন ৪টি শনিবারেই অতিরিক্ত সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত মেট্রোরেল কর্তৃপক্ষের। সূত্রের খবর, এই ক'দিন অতিরিক্ত দু’জোড়া মেট্রো চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে। অন্য দু’জোড়া চালানো হবে দুপুর ৩টে থেকে বিকেল ৫টার মধ্যে।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধানে কন্ট্রোল রুম, জেলাভিত্তিক নম্বরগুলি জানুন
শনিবার এমনিতেও দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে ২৩৪টি মেট্রো চলে। সেগুলির সঙ্গে আগামী কয়েকটা শনিবার অতিরিক্ত আরও ৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত মেট্রোর প্রথমটি দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল ৯টা ৫০ মিনিটে। দ্বিতীয়টি ছাড়বে সকাল ১১টা ৬ মিনিটে।
advertisement
advertisement
কবি সুভাষ থেকে প্রথম অতিরিক্ত মেট্রোটি ছাড়বে সকাল ১০টায়। দ্বিতীয় মেট্রোটি ছাড়বে সকাল ১০টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে তৃতীয় অতিরিক্ত মেট্রোটি ছাড়বে দুপুর ৩টে ৪ মিনিটে। চতুর্থ মেট্রো ছাড়বে বিকেল ৪টে ১৫ মিনিটে। দুপুর ৩টে ১০ মিনিটে তৃতীয় অতিরিক্ত মেট্রোটি ছাড়বে কবি সুভাষ থেকে। চতুর্থটি ছাড়বে বিকেল ৪টে ১২ মিনিটে। বাকি মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।
advertisement
আরও পড়ুন: শহর বাড়ছে আতঙ্ক! এবার কলকাতায় অ্যাডিনোভাইরাসে মৃত্যু কিশোরীর
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আপাতত কয়েকটি শনিবার ৪ জো়ড়া অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। আজ, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক শেষ হলেই শুরু হবে উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা।
advertisement
এই পরীক্ষার দিনগুলিতে বিভিন্ন মেট্রো স্টেশনে পরীক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় বাড়বে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। সেই কথা মাথায় রেখেই দক্ষিণেশ্বর-কবি সুভাষ (ব্লু লাইন) রুটে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। চলবে ৪ মার্চ পর্যন্ত। আবার একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ মার্চ থেকে। সেই পরীক্ষা চলবে ২৭ মার্চ পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো ও বাড়ি ফেরার সুবিধার জন্য ২৫ ফেব্রুয়ারি ও ৪-১৮-২৫ মার্চ মিলবে অতিরিক্ত মেট্রো। সকাল ১০টা থেকে দুপুর ১২টা চলবে অতিরিক্ত দু’জোড়া ট্রেন। আবার পরীক্ষা শেষে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে আরও অতিরিক্ত ২ জোড়া মেট্রো চলবে। এছাড়াও সকাল ৯টা থেকে রাত রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত ৫-৬ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংখ্যা বাড়বে কি না তা, এখনও জানায়নি মেট্রো।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata metro Rail || Madhyamik Examination: মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে অতিরিক্ত ট্রেন, কোন কোন সময়ে মিলবে মেট্রো, দেখে নিন এক ঝলকে
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement