AdenoVirus: শহর বাড়ছে আতঙ্ক! এবার কলকাতায় অ্যাডিনোভাইরাসে মৃত্যু কিশোরীর

Last Updated:

গত রবিবার বি সি রায় হাসপাতালে মৃত্যু হয়েছিল ভাঙড়ের ছ’মাসের শিশু মেহদি হাসানের। গত ৫ ফেব্রুয়ারি থেকে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল শিশুটি। মেহদির ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে 'অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর' এবং 'সিভিয়ার নিউমোনিয়া'র কথা উল্লেখ করা হয়েছে।

কলকাতা: আবারও রাজ্যে অ্যাডিনোভাইরাসের বলি এক। এবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ বছরের এক নাবালিকার মৃত্যুর অভিযোগ। সূত্রের খবর, গত এক মাস ধরে পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিল সে। গত বুধবার মৃত্যু হয় তার।
গত ১৫ ফেব্রুয়ারি জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল খড়্গপুরের বাসিন্দা ঊর্জাসাথী রায়চৌধুরী নামের ওই নাবালিকাকে। তারপরের দিনই পরীক্ষায় তাঁর শরীরে অ্যাডিনোভাইরাসের নমুনা মেলে।
আরও পড়ুন: শহরে অ্যাডিনো-আতঙ্ক! জ্বর হলেই বাচ্চাকে উল্টোপাল্টা ওষুধ নয়, আগে দেখে নিন পুরসভা কী বলছে..
এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এর মধ্যেই ঊর্জাসাথীর শরীরে দানা বাঁধে নিউমোনিয়া। শেষে তাকে ভেন্টিলেশনেও রাখা হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। গত বুধবারই মৃত্যু হয় ওই নাবালিকার।
advertisement
advertisement
চলতি মরসুমে রাজ্যজুড়ে হুহু করে বেড়েছে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ। শুধুমাত্র গত ৩ মাসেই ১১ জন শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে খবর। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের আইসিইউ-এ বাড়ছে রোগীর ভিড়। পরিস্থিতির গুরুত্ব বুঝে অ্যাডিনোভাইরাস নিয়ে নয়া নির্দেশিকাও প্রকাশ করেছে কলকাতা পুর প্রশাসন।
আরও পড়ুন: ফের ভাইরাস-আতঙ্ক! জ্বর, কাশি, শ্বাসকষ্ট! এক্কেবারে করোনার মতো, বাচ্চাদের সামলে..
গত রবিবার বি সি রায় হাসপাতালে মৃত্যু হয়েছিল ভাঙড়ের ছ’মাসের শিশু মেহদি হাসানের। গত ৫ ফেব্রুয়ারি থেকে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল শিশুটি। মেহদির ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে 'অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর' এবং 'সিভিয়ার নিউমোনিয়া'র কথা উল্লেখ করা হয়েছে।
advertisement
গত ডিসেম্বরের শেষ থেকে এই রবিবার পর্যন্ত রাজ্যে যত জন শিশুর হাসাপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগেরই বয়স দু'বছরের মধ্যে। এখনও পর্যন্ত কলকাতা মেডিক্যালে ৩, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ৩ এবং বি সি রায় শিশু হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
AdenoVirus: শহর বাড়ছে আতঙ্ক! এবার কলকাতায় অ্যাডিনোভাইরাসে মৃত্যু কিশোরীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement