Madan Mitra Health Update: নিউমোনিয়ায় আক্রান্ত মদন মিত্র! এখন কেমন আছেন তৃণমূল বিধায়ক?

Last Updated:

Madan Mitra Health Update: সোমবার রাতে হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। এদিন রাত পৌনে ন'টা নাগাদ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি হন মদন মিত্র। বুকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন চিকিৎসকরা।

কলকাতা: আচমকাই সোমবার রাতে হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। এদিন রাত পৌনে ন’টা নাগাদ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে ভর্তি হন মদন মিত্র। এই ব্লকের ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে ভর্তি করা হয় কামারহাটির বিধায়ককে। এসএসকেএম হাসপাতালের চিকিৎসক অতনু পালের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। পাশাপাশি আরও বেশ কয়েকজন চিকিৎসক দেখেছেন বলে হাসপাতাল সূত্রের খবর। বুকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন চিকিৎসকরা। সঠিক ভাবে চিকিৎসা এগিয়ে নিয়ে যেতে বেশ কয়েকটি পরীক্ষাও ইতিমধ্যে করা হয়েছে মদন মিত্রের।
সোমবার সন্ধ্যাবেলা বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র।  ঘনিষ্ঠমহল সূত্রের খবর, সোমবার বিধানসভা থেকেই অসুস্থতার সূত্রপাত। এদিন বাড়ি ফেরার পর আরও বেশি অসুস্থ হয়ে পরেন মদন মিত্র। এদিন বিকেলের পর থেকে তাঁর বুকে সামান্য ব্যাথা এবং শ্বাসকষ্ট বাড়তে থাকে বলেই সূত্রের খবর।
advertisement
advertisement
কষ্টের কথা জানাতেই তাঁর পরিবারের সদস্যরা এবং অনুগামীরা মদন মিত্রকে তড়িঘড়ি বাড়ি থেকে নিয়ে যান এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে দেখেই সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপরেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রকে।
advertisement
সূত্রের খবর, ঠান্ডা লাগা থেকেই তাঁর অসুস্থতার সূত্রপাত। প্রাথমিকভাবে চিকিৎসকেরা মনে করছেন নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে থাকতে পারেন। তাই আপাতত কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রের খবর। শ্বাসকষ্ট থাকায় নিবুলাইজার দেওয়া হচ্ছে। পাশাপাশি স্যালাইন চলছে বিধায়ক মদন মিত্রর। এছাড়াও আরও বেশ কিছু শারীরিক পরীক্ষা – নিরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। সেগুলোর অধিকাংশই মঙ্গলবার সকালে হবে। তারপরেই আরও যথাযথ চিকিৎসা শুরু করবেন এসএসকেএম-এর চিকিৎসকেরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra Health Update: নিউমোনিয়ায় আক্রান্ত মদন মিত্র! এখন কেমন আছেন তৃণমূল বিধায়ক?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement