২২ দিন পর এসএসকেএম থেকে ছুটি, মদন তবু বলছেন 'ভাল নেই'
- Published by:Debamoy Ghosh
- Reported by:Onkar Sarkar
Last Updated:
গত ১৩ ডিসেম্বর এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে অস্ত্রোপচার হয় মদন মিত্রের।
কলকাতা: ২২ দিন পর এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন কমারহাটির বিধায়ক তথা তৃণমূল নেতা মদন মিত্র। রবিবার থেকে শারীরিক অবস্থার খানিক উন্নতি হলে চিকিৎসকরা মঙ্গলবার বিধায়ককে ছেড়ে দেন হাসপাতাল থেকে। যদিও এদিন এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিধায়ক মদন মিত্র জানান, ” আমি ভাল নেই ! ” হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, মদনকে ঠান্ডায় সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি বেশ কিছু ওষুধও দেওয়া হয়েছে তৃণমূল বিধায়ককে।
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর শ্বাসকষ্ট এবং হালকা জ্বর, সর্দি, কাশির মত উপসর্গ নিয়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। হাসপাতালে নিয়ে আসার পর বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করে চিকিৎসকরা জানান, মদন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন৷ উডবার্ন ব্লকের কেবিনে ভর্তি করা হয় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে।
advertisement
advertisement
গত ৭ ডিসেম্বর শারীরিক অবস্থার বেশ খানিকটা অবনতি হলে, এই হাসপাতালের মেন ব্লকের আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেদিন রাতেই খিঁচুনি হয় মদন মিত্রের এবং সেই সময় চোট পেয়ে বাম হাতের কাঁধের হাড় ভেঙে যায় তাঁর। এক্স রে, এমআরআই করে চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়।
advertisement
এরপর গত ১৩ ডিসেম্বর এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে অস্ত্রোপচার হয় মদন মিত্রের। প্রায় আড়াই ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে বসানো হয় একটি টাইটেনিয়াম প্লেট। এরপর থেকে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণেই ছিলেন মদন মিত্র। মঙ্গলবার সকালে ২২ দিন পর তাঁকে ছাড়া হল হাসপাতাল থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 26, 2023 11:18 PM IST