মা সারদার ১৬৬তম জন্মতিথি, লাল বেনারসী আর স্বর্ণলঙ্কারে সাজানো হল মায়ের মূর্তি

Last Updated:
#কলকাতা: সারদা মায়ের আজ ১৬৫ তম জন্মতিথি। জয়রামবাটি থেকে বেলুড় মঠ, সর্বত্রই আজ উৎসবের মেজাজ। প্রভাত ফেরি থেকে দিনের শুরু। ছাত্রছাত্রীদের শোভাযাত্রা, মঙ্গলারতি, হোমযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট বেলুড় মঠের সারদা মায়ের মন্দির। বৃষ্টি উপেক্ষা করেই অগণিত ভক্তদের ভিড়ে সরগরম জয়রামবাটি , বেলুড়মঠ।
শ্রী সারদা মায়ের আবির্ভাব পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে। ১৮৫৩ সালের ২০ ডিসেম্বর জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন সারদাদেবী। শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী মা সারদা। তাঁর সারা জীবনের সাধনার ফল রামকৃষ্ণদেব অর্পণ করেছিলেন সারদা মাকে। বিবেকানন্দ তাঁকে দিয়েছিলেন সংঘ জননীর স্থান। মায়ের জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে বাঁকুড়ার জয়রামবাটি। ষোড়শপচারে শ্রীমায়ের পুজোর আয়োজন এখানে। সারাদিন ধরেই সারদা মন্দিরে নানা অনুষ্ঠান রয়েছে। বিশেষ পুজো, যজ্ঞ, আরতি, ভক্তিমূলক গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রসাদ বিতরণের আয়োজন।
advertisement
উৎসবের মেজাজ বেলুড় মঠেও। ভোরে সারদা মন্দিরে বিশেষ পুজো দিয়ে শুরু। তারপর দিনভর নানা ধরণের অনুষ্ঠান। বিশেষ হোমযজ্ঞ , সন্ধারতি দেখতে ভক্তদের ঢল নামে মঠে। বিভিন্ন স্কুল, কলেজ থেকে শোভাযাত্রা করে আসেন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। বেলুড়মঠের মূল মন্দিরের পাশে অস্থায়ী মণ্ডপে দিনভর গান, শ্রুতি নাটক, সারদা কথামৃত পাঠ-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিম্নচাপের বৃষ্টি মাথায় করেই ভক্তদের ভিড়ে জমজমাট মঠ চত্বর।
advertisement
advertisement
ভগিনী নিবেদিতা বলেছিলেন, সারদা মা প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি এবং আধুনিক যুগের প্রথম প্রতিনিধি। মায়ের জন্মতিথিতে তাই আট থেকে আশির ভিড়ে জমজমাট উৎসব।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মা সারদার ১৬৬তম জন্মতিথি, লাল বেনারসী আর স্বর্ণলঙ্কারে সাজানো হল মায়ের মূর্তি
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement