Mahua Moitra: ‘নির্বাচনের কাজে ব্যস্ত!,’ তৃতীয় বারও ইডি-র সমন এড়িয়ে গেলেন কৃষ্ণনগরের তৃণমূলপ্রার্থী মহুয়া মৈত্র
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এর আগে ১৯ মার্চ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। কিন্তু সেই সময়ইডিকে চিঠি লিখে হাজিরার জন্য সময় চেয়েছিলেন মহুয়া মৈত্র। এরপর তাঁকে আবারও সমন জারি করা হয়৷ ২৮ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয় তাঁকে। কিন্তু, সেই হাজিরাও এড়িয়ে গেলেন তিনি।
কলকাতা: বাড়ি, অফিস এমনকি, নির্বাচনী কার্যালয় সহ একাধিক জায়গায় সিবিআই তল্লাশির পরেই ‘ঘুসের বদলে প্রশ্ন’মামলার তদন্তে কৃষ্ণনগরের তৃণমূলপ্রার্থী মহুয়া মৈত্রকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ তাঁকে দিল্লিতে ইডির কার্যালয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ কিন্তু, মহুয়া মৈত্র জানিয়ে দিলেন তিনি আপাতত হাজিরা দিতে অপারগ৷
জানা গিয়েছে, ইডি-কে পাঠানো উত্তরে মহুয়া মৈত্র জানিয়েছেন, বর্তমানে তিনি লোকসভা নির্বাচনের প্রচারে কৃষ্ণনগরে ব্যস্ত৷ সেই কারণে তিনি আজ দিল্লিতে ইডি কার্যালয়ে উপস্থিত থাকতে পারবেন না৷
ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) লঙ্ঘনের ক্ষেত্রে এই সমন জারি করা হয়েছিল বলে জানা গিয়েছে৷ এই নিয়ে মহুয়াকে তৃতীয় বার সমন পাঠিয়েছিল ইডি৷
advertisement
আরও পড়ুন: বিরুদ্ধে কঠিন প্রার্থী, বাংলার এই কেন্দ্রের বিজেপি প্রার্থীকে ফোন মোদির! বুঝিয়ে দিলেন স্ট্র্যাটেজি
এর আগে ১৯ মার্চ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। কিন্তু সেই সময়ইডিকে চিঠি লিখে হাজিরার জন্য সময় চেয়েছিলেন মহুয়া মৈত্র। এরপর তাঁকে আবারও সমন জারি করা হয়৷ ২৮ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয় তাঁকে। কিন্তু, সেই হাজিরাও এড়িয়ে গেলেন তিনি।
advertisement
প্রসঙ্গত, গত ১৯ শে মার্চ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। এরপরই গত শনিবার মহুয়ার বাড়ি ও অফিসে হানা দেয় সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকপালের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই বিষয়কে সামনে রেখেই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে যান সিবিআই আধিকারিকেরা। বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কলকাতার ফ্ল্যাট থেকে খালি হাতেই অবশ্য বেরোন সিবিআইয়ের আধিকারিকেরা। এরপর কৃষ্ণনগরে মহুয়ার দলীয় কার্যালয়ে গিয়ে তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা।
advertisement
আরও পড়ুন: ভোটের মুখেই নারদ কাণ্ডে ‘বিস্ফোরণ’! ম্যাথুকে ডাকল সিবিআই, মারাত্মক মন্তব্য স্যামুয়েলের!
এরপরই সিবিআই-এর বিরুদ্ধে ভোট প্রচারে বাধা দানের অভিযোগে তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন লোকপাল। সেই পথেই হেঁটেছে সিবিআই৷ মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তল্লাশি শুরু করে তাঁরা৷ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইয়ের এই পদক্ষেপ নিঃসন্দেহে ভোট প্রচারে অস্ত্র করবে বিজেপি৷ এরই মধ্যে এবার ইডি ডেকে পাঠাল মহুয়াকে।
advertisement
শিল্পপতি হীরানন্দানির থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রথম এই অভিযোগ করেছিলেন৷ সেই অভিযোগ খতিয়ে দেখে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংসদের এথিক্স কমিটি৷ সেই মতো মেয়াদ শেষ হওয়ার আগেই গত বছর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
March 28, 2024 1:53 PM IST