Scam: ভোটের মুখেই নারদ কাণ্ডে 'বিস্ফোরণ'! ম্যাথুকে ডাকল সিবিআই, মারাত্মক মন্তব্য স্যামুয়েলের!

Last Updated:

Scam: সিবিআই সূত্রের খবর, নারদকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে নতুন করে কিছু তথ্য প্রমাণ এসেছে।

ম্যাথুকে ফের তলব
ম্যাথুকে ফের তলব
কলকাতা: ম্যাথু স্যামুয়েলকে নারদ মামলায় তলব সিবিআইয়ের। ৪ এপ্রিল ডাকা হয়েছে নিজাম প্যালেসে, সিবিআই দফতরে। ম্যাথু স্যামুয়েলকে মেইল করল সিবিআই। তলব পাওয়ার পরই বিস্ফোরক ম্যাথু স্যামুয়েল। তিনি বলেন, “আমি পলিটিক্যাল ড্রামার অংশ হতে চাই না। যাঁরা অভিযুক্ত, তারা বিভিন্ন দলে জয়েন করে ঘুরে বেড়াচ্ছে। এই নোটিশ পলিটিক্যাল ড্রামা ছাড়া কিছু না।”
সিবিআই সূত্রের খবর, নারদকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে নতুন করে কিছু তথ্য প্রমাণ এসেছে। আর সেই সূত্র ধরেই স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। আগামী ৪ এপ্রিল তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে।
advertisement
advertisement
মাস তিনেক আগেও একবার ম্যাথু স্যামুয়েলকে তলব করা হয়েছিল। এই মামলায় সিবিআই-এর হাতে বেশ কিছু নতুন তথ্য প্রমাণ আসে। সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই তলব করা হয়েছিল ম্যাথু স্যামুয়েলকে। কিন্তু সেবারও হাজিরা এড়িয়ে গিয়েছিলেন ম্যাথু। তিনি সেবারও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর যাতায়াত ও কলকাতায় থাকার খরচ বহন করতে হবে সিবিআই-কে। লোকসভা নির্বাচনের মুখে তাঁকে আবারও তলব করা হল। এবার বিস্ফোরক অভিযোগ তুললেন ম্যাথু।
advertisement
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতি তোলপাড় করে প্রকাশ্যে এসেছিল নারদ স্টিং অপারেশনের ফুটেজ। নারদ নিউজ যে ভিডিয়ো প্রকাশ্যে এনেছিল, তাতে দেখা যাচ্ছিল, রাজ্যের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা টাকা নিচ্ছেন। সেই মামলায় যাঁদের দেখা গিয়েছিল, তাঁদের অনেকে এখন বিরোধী শিবিরেও রয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Scam: ভোটের মুখেই নারদ কাণ্ডে 'বিস্ফোরণ'! ম্যাথুকে ডাকল সিবিআই, মারাত্মক মন্তব্য স্যামুয়েলের!
Next Article
advertisement
বায়ুদূষণ ক্ষতি করতে পারে গর্ভবতী মহিলাদের... প্রভাব পড়তে পারে শিশুর উপর! শুনে নিন বিশেষজ্ঞের পরামর্শ
বায়ুদূষণ ক্ষতি করতে পারে গর্ভবতী মহিলাদের... প্রভাব পড়তে পারে শিশুর উপর
  • গর্ভবতী মহিলা ও তাদের শিশুদের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে

  • দূষণের কারণে অকাল প্রসব, শিশুর শ্রবণশক্তি ক্ষতি এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে

  • বায়ুদূষণ ডিম্বাশয়ের রিজার্ভ ক্ষতি করে

VIEW MORE
advertisement
advertisement