Dilip Ghosh: সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলেছি!' দুঃখপ্রকাশ করেও ভোলবদল, দিলীপ নিয়ে অস্বস্তিতে বিজেপি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
গতকালই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ভোট প্রচারের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রীকে কটূক্তি করতে গিয়ে আপত্তিকর মন্তব্য করেন দিলীপ৷
বর্ধমান: মুখ্যমন্ত্রীকে নিয়ে তাঁর বক্তব্য নিজের দল বিজেপি-ই অনুমোদন করেনি৷ বরং কড়া চিঠি দিয়ে শো কজ করে তাঁকে সতর্ক করা হয়েছে৷ দলের কড়া বার্তার পর মুখে দুঃখপ্রকাশ করলেও দিলীপ ঘোষ কিন্তু নিজের অবস্থানেই অনড়৷ ফেসবুকে নিজের বক্তব্য পোস্ট করে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দাবি করলেন, সাধারণ মানুষের বক্তব্যই নাকি তিনি তুলে ধরেছেন!
advertisement
advertisement
প্রসঙ্গত, গতকালই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ভোট প্রচারের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রীকে কটূক্তি করতে গিয়ে আপত্তিকর মন্তব্য করেন দিলীপ৷ বিজেপি প্রার্থীর এই মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল৷ কমিশনের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে জেলাশাসকের রিপোর্ট তলব করা হয়৷
দিলীপের এই মন্তব্য ভাল ভাবে নেয়নি তাঁর দল বিজেপি-ও৷ দলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দিলীপকে শো কজ করে চিঠি পাঠিয়ে জানানো হয়, আপনি এ দিন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন তা অশোভনীয় এবং অসংসদীয়৷ এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরার বিরোধী এবং দল কোনওভাবেই অনুমোদন করে না৷
advertisement
এই চিঠি পাওয়ার পর মৌখিক ভাবে অবশ্য দুঃখপ্রকাশ করেন দিলীপ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত কোনও ক্রোধ নেই বলেও দাবি করেন তিনি৷ কিন্তু দুঃখপ্রকাশ করে এই মন্তব্য করার কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে পোস্ট করে কার্যত নিজের আগের অবস্থানেই অনড় থাকলেন দিলীপ ঘোষ৷ নতুন কেন্দ্র বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী হলেও বিতর্ক তাই দিলীপের পিছু ছাড়ছে না৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 27, 2024 9:55 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলেছি!' দুঃখপ্রকাশ করেও ভোলবদল, দিলীপ নিয়ে অস্বস্তিতে বিজেপি