Dilip Ghosh: সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলেছি!' দুঃখপ্রকাশ করেও ভোলবদল, দিলীপ নিয়ে অস্বস্তিতে বিজেপি

Last Updated:

গতকালই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ভোট প্রচারের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রীকে কটূক্তি করতে গিয়ে আপত্তিকর মন্তব্য করেন দিলীপ৷

অনড় দিলীপ ঘোষ!
অনড় দিলীপ ঘোষ!
বর্ধমান: মুখ্যমন্ত্রীকে নিয়ে তাঁর বক্তব্য নিজের দল বিজেপি-ই অনুমোদন করেনি৷ বরং কড়া চিঠি দিয়ে শো কজ করে তাঁকে সতর্ক করা হয়েছে৷ দলের কড়া বার্তার পর মুখে দুঃখপ্রকাশ করলেও দিলীপ ঘোষ কিন্তু নিজের অবস্থানেই অনড়৷ ফেসবুকে নিজের বক্তব্য পোস্ট করে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দাবি করলেন, সাধারণ মানুষের বক্তব্যই নাকি তিনি তুলে ধরেছেন!
ফেসবুকে দিলীপ ঘোষ লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের এখন মহিলা ভিকটিম কার্ড ছাড়া বাঁচার কোনও উপায় নেই৷ সাধারণ মানুষ আজ তাদের বিরুদ্ধে। নেতারা জেলে ঢুকে যাচ্ছে৷ আমি শুধু সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলেছি৷ তাঁরা ভয়ে বলতে পারেন না, তাঁদের হয়ে আমি বলেছি৷’
advertisement
advertisement
প্রসঙ্গত, গতকালই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ভোট প্রচারের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রীকে কটূক্তি করতে গিয়ে আপত্তিকর মন্তব্য করেন দিলীপ৷ বিজেপি প্রার্থীর এই মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল৷ কমিশনের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে জেলাশাসকের রিপোর্ট তলব করা হয়৷
দিলীপের এই মন্তব্য ভাল ভাবে নেয়নি তাঁর দল বিজেপি-ও৷ দলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দিলীপকে শো কজ করে চিঠি পাঠিয়ে জানানো হয়, আপনি এ দিন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন তা অশোভনীয় এবং অসংসদীয়৷ এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরার বিরোধী এবং দল কোনওভাবেই অনুমোদন করে না৷
advertisement
এই চিঠি পাওয়ার পর মৌখিক ভাবে অবশ্য দুঃখপ্রকাশ করেন দিলীপ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত কোনও ক্রোধ নেই বলেও দাবি করেন তিনি৷ কিন্তু দুঃখপ্রকাশ করে এই মন্তব্য করার কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে পোস্ট করে কার্যত নিজের আগের অবস্থানেই অনড় থাকলেন দিলীপ ঘোষ৷ নতুন কেন্দ্র বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী হলেও বিতর্ক তাই দিলীপের পিছু ছাড়ছে না৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলেছি!' দুঃখপ্রকাশ করেও ভোলবদল, দিলীপ নিয়ে অস্বস্তিতে বিজেপি
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement