Baltimore bridge collapse: আমেরিকায় সেতু বিপর্যয়, নায়কের মর্যাদা পাচ্ছেন ঘাতক জাহাজের ভারতীয় নাবিকরা! কেন?

Last Updated:

এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন নিখোঁজ বলে জানা গিয়েছে৷ দু্র্ঘটনার মুহূর্তের ভিডিওতে দেখা গিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত দেডটা নাগাদ বাল্টিমোরের ওই সেতুর পিলারে ধাক্কা মারে ডালি নামে সিঙ্গাপুরের ওই পণ্যবাহী জাহাজটি৷

এভাবেই জাহাজের ধাক্কায় ভেঙে পড়ে সেতু৷ ছবি-এপি
এভাবেই জাহাজের ধাক্কায় ভেঙে পড়ে সেতু৷ ছবি-এপি
বাল্টিমোর: আমেরিকার বাল্টিমোরে যে জাহাজের ধাক্কায় তিন কিলোমিটার দীর্ঘ সেতু ভেঙে পড়ে, সেটির নাবিকদের দলে থাকা ২২ জন সদস্যই ভারতীয়৷ ভয়ঙ্কর এই দুর্ঘটনার জন্য প্রাথমিক ভাবে জাহাজটিকে দায়ী করা হলেও সেটির পরিচালনার দায়িত্বে থাকা এই ভারতীয় নাবিকদের দলকেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছে বাল্টিমোরের স্থানীয় প্রশাসনের কর্তারা৷ তাঁদের মতে, যথাযথ সময়ে জাহাজের কর্মীরা সতর্কবার্তা পাঠানোর কারণেই প্রচুর প্রাণহানি এড়ানো গিয়েছে৷
এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন নিখোঁজ বলে জানা গিয়েছে৷ দু্র্ঘটনার মুহূর্তের ভিডিওতে দেখা গিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত দেডটা নাগাদ বাল্টিমোরের ওই সেতুর পিলারে ধাক্কা মারে ডালি নামে সিঙ্গাপুরের ওই পণ্যবাহী জাহাজটি৷ সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে পাতাপস্কো নদীতে ভেঙে পড়ে প্রায় তিন কিলোমিটার লম্বা ফ্রান্সিস কট কি ব্রিজ৷ সেই সময় সেতুর উপরে থাকা কয়েকটি গাড়িও নদীতে পড়ে যায়৷ সেতুর রাস্তা মেরামতে ব্যস্ত কয়েকজন শ্রমিকও নদীতে তলিয়ে যান৷
advertisement
advertisement
যদিও মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরি জানিয়েছেন, জাহাজের কর্মীদের বুদ্ধিমত্তার কারণেই বহু প্রাণহানি আটকে দেওয়া সম্ভব হয়েছে৷ তিনি জানান, যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে বলে আগে ভাগেই সতর্কবার্তা দেন পণ্যবাহী জাহাজটির দায়িত্বে থাকা ভারতীয় নাবিকরা৷ জাহাজ যে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা মারতে পারে,সেই আশঙ্কার কথাও বলা হয়েছিল৷ এই সতর্কবার্তা পেয়েই পুলিশের পক্ষ থেকে ওই সেতুতে যাওয়ার রাস্তা দু দিক থেকে বন্ধ করে দেওয়া হয়৷ তা না হলে আরও ক্ষয়ক্ষতি আরও বড় আকার নিতে পারত৷
advertisement
advertisement
মেরিল্যান্ডের গভর্নর বলেন, জাহাজের দায়িত্বে থাকা নাবিক এবং কর্মীরাই প্রকৃত নায়ক৷ তাঁরা অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন৷
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, নদী থেকে দু জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে৷ এখনও ৬ জন নিখোঁজ রয়েছেন৷ ডালি নামে ৯৪৮ ফুট দীর্ঘ বিশাল ওই জাহাজটি বাল্টিমোর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার পরই এই দুর্ঘটনা ঘটে৷ তবে জাহাজের নাবিক এবং কর্মীরা প্রত্যেকেই নিরাপদে আছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Baltimore bridge collapse: আমেরিকায় সেতু বিপর্যয়, নায়কের মর্যাদা পাচ্ছেন ঘাতক জাহাজের ভারতীয় নাবিকরা! কেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement