Bjp Candidates: বিরুদ্ধে কঠিন প্রার্থী, বাংলার এই কেন্দ্রের বিজেপি প্রার্থীকে ফোন মোদির! বুঝিয়ে দিলেন স্ট্র্যাটেজি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bjp Candidates: পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সক্রিয় হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আগেই সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করেছিলেন মোদি। এবার কৃষ্ণনগরের প্রার্থী অমৃতা রায়কে।
কৃষ্ণনগর: আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণনগরের রাজ পরিবারের রাজমাতা অমৃতা রায়কে। রীতিমতো চমক দিয়ে ওই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। দেশজুড়ে ৪০০ আসন জেতার টার্গেট নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর বাংলায় পাখির চোখ করেছে অন্তত ২৫টি আসন। পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সক্রিয় হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আগেই সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করেছিলেন মোদি। এবার কৃষ্ণনগরের প্রার্থী অমৃতা রায়কে। মোদি তাঁকে বলেন, ”অমৃতাজি আপনাকে অভিনন্দন। বাংলায় পরিবর্তন হবেই। বিজেপি দুর্নীতিকে স্বমূলে উৎখাত করবে।”
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার প্রবল চেষ্টা সফল না হওয়ায় এবার লোকসভা ভোট ঘোষণার আগেই আরামবাগ, কৃষ্ণনগর ও বারাসাতে সভা করেছেন। সরকারি কাজে উদ্বোধন করেছেন গঙ্গার নিচে দিয়ে মেট্রোও। আর এবার বঙ্গের লোকসভা কেন্দ্রগুলিতে লড়াইয়ের ময়দানে নামা দলীয় প্রার্থীদের সোজাসুজি ফোন করে ভরসা দিচ্ছেন। বার্তা দিচ্ছেন কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করার। বসিরহাটে প্রার্থী হওয়া সন্দেশখালির সাধারণ গৃহবধূ রেখা পাত্রকে ফোন করে যা বলেছিলেন, তার থেকে আরও আক্রমণাত্মক ভঙ্গিতে ভরসা জোগালেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে। সূত্রের খবর, অমৃতার সঙ্গে কথোপকথনে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর প্রসঙ্গও তোলেন মোদি।
advertisement
advertisement
সূত্রের খবর, কৃষ্ণনগর কেন্দ্রের গুরুত্ব অমৃতাকে বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী। রাজনীতিতে আনকোরা বিজেপি প্রার্থীকে ভবিষ্যতেও যে গাইড করবেন তিনি, তাও স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী। স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে উচ্ছ্বসিত অমৃতাও। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তাঁর প্রতিক্রিয়া, ‘ময়দানে লড়াই হবে।’
advertisement
কৃষ্ণনগরের রাজমাতা সদ্যই রাজনীতিতে পা রেখেছেন। শুরুতেই তাঁকে ভোট ময়দানে নামিয়ে দিয়েছে বিজেপি। তাও আবার কঠিন প্রতিপক্ষ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। কঠিন লড়াইয়ের আগে প্রধানমন্ত্রী মূলত তাঁকে উৎসাহ বাড়াতেই ফোন করেছিলেন বলে জানিয়েছেন রাজমাতা অমৃতা রায়। তিনি জানান, বেশিক্ষণ কথা হলেও গুরুর মতো মোদি তাঁকে উৎসাহ দিয়েছেন। অমৃতার কথায়, “উনি আমার উপর আস্থা রেখেছেন, এটাই আমার কাছে বিরাট প্রাপ্তি। আমি তো প্রথমবার রাজনীতিতে। গুরুর মতো আমাকে উৎসাহ দিয়েছেন তিনি।”
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 27, 2024 1:34 PM IST