হোম /খবর /কলকাতা /
কাঁকিনাড়ায় রেল অবরোধ, ব্যাহত শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল

কাঁকিনাড়ায় রেল অবরোধ, ব্যাহত শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল

শিয়ালদহ মেন লাইনে আজ থেকে দুর্ভোগের আশঙ্কা। অটো সিগনালিংয়ের কাজের জন্য আজ আপ-ডাউন ৪৯টি ট্রেন বাতিল

শিয়ালদহ মেন লাইনে আজ থেকে দুর্ভোগের আশঙ্কা। অটো সিগনালিংয়ের কাজের জন্য আজ আপ-ডাউন ৪৯টি ট্রেন বাতিল

  • Last Updated :
  • Share this:

    #কাঁকিনাড়া: সপ্তাহের শুরুতেই রেল অবরোধে নাকাল নিত্যাযাত্রীরা ৷ কাঁকিনাড়ায় রেল অবরোধ ৷ ভাটপাড়া-কাঁকিনাড়ায় প্রায়ই বোমাবাজির ঘটনা ঘটে ৷ পুলিশি আশ্বাসেও বন্ধ হচ্ছে না হিংসা ৷ তারই প্রতিবাদে রেল অবরোধে এলাকাবাসী ৷

    অবরোধের জেরে ব্যাহত শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল ৷ আপ ও ডাউন লাইনে বন্ধ অবরোধে ৷ একাধিক স্টেশনে দাঁড়িয়ে আপ-ডাউন লোকাল ট্রেন ৷ আটকে রয়েছে বহু দুরপাল্লার ট্রেনও ৷ অফিস টাইমে ট্রেন বন্ধে হয়রানি চরমে ৷

    ভোটের পর থেকেই একের পর ঘটনার জেরে উত্তপ্ত কাঁকিনাড়া ৷ প্রায়শই দফায় দফায় বোমাবাজি ও অশান্তির জেরে উত্তপ্ত ভাটপাড়া বিধানসভা এলাকা ৷ ভোট শেষ হওয়ার পরেই মেটেনি সেই সংঘর্ষ ৷ কাঁকিনাড়ায় ৷ বিভিন্ন এলাকায় এখনও পড়ে বোমা ৷ সোমবার সকালেই একাধিক বোমা উদ্ধার করে পুলিশ ৷

    First published:

    Tags: Kakinara, Kakinara Agitation, Rail Block, Train Service Disrupted