Salt Lake Murder : সল্টলেকে নৃশংস খুন, উদ্ধার এলআইসি এজেন্টের ক্ষতবিক্ষত দেহ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Salt Lake Murder : সন্ধ্যার সল্টলেকে (Salt Lake) গলা কেটে হত্যা করা হল এলআইসি এজেন্টকে (LIC Agent Murder)
কলকাতা : সন্ধ্যার সল্টলেকে (Salt Lake) গলা কেটে হত্যা করা হল এলআইসি এজেন্টকে (LIC Agent Murder)। মৃতের নাম নির্মল মজুমদার। পুলিশ সূত্রে খবর সল্টলেকের মহিষবাথান এলাকার বাসিন্দা আনুমানিক ৫৫ বছর বয়সি নির্মল মজুমদার পেশায় এলআইসি এজেন্ট।
আরও পড়ুন : সাবধান না হলেই বিপদ ! করোনাকালে এ ভাবেই অনলাইনে চলছে প্রতারণা
পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় মহিষবাথান এলাকার মাঝের পাড়ায় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর যায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। পুলিশ এসে ব্যক্তিকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতের গলায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন এবং শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন : নিরাপত্তারক্ষী-সিসিটিভি, শেক্সপীয়র সরণির খুনির কাছে ম্লান হয়ে গেল যাবতীয় আয়োজন!
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, মহিষবাথানের মাঝের পাড়ায় ভাড়াবাড়িতে থাকতেন এই ব্যক্তি। পুরনো কোনও শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। কে বা কারা এই হত্যা করেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্যে মঙ্গলবার আর জি কর হাসপাতালে পাঠানো হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 09, 2021 1:38 AM IST










